Recovering money from lost accounts: অ্যাকাউন্টে টাকা পড়ে? ডিটেলস ভুলে গিয়েছেন? আপনার টাকা ফেরাতে পোর্টাল খুলল RBI

অ্যাকাউন্টে টাকা পড়ে আছে? কিন্তু সেই অ্যাকাউন্টের তথ্য ভুলে গিয়েছেন? ফলে দরকার থাকলেও সেই টাকা তুলতে পারছেন না? করতে হচ্ছে হাপিত্যেশ। তবে এবার হাপিত্যেশের দিন শেষ। কারণ সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথা ‘আনক্লেমড’ ডিপোজিটের হদিশ পেতে এবং সেই অ্যকাউন্ট থেকে টাকা তুলতে UDGAM (আনক্লেমড ডিপোজিটস – গেটওয়ে টু অ্যাকসেস ইনফরমেশন) নামে একটি কেন্দ্রীয় ওয়েব পোর্টাল চালু করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সেই কেন্দ্রীয় পোর্টালের ফলে একটি জায়গা থেকেই বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকরা নিজের ‘হারিয়ে যাওয়া’ অ্যাকাউন্ট তুলতে পারবেন। নিজের অ্যাকাউন্টে নিজের টাকা যে এতদিন ‘আনক্লেমড’ ডিপোজিট হয়ে ছিল, সেটাই ফেরত পেয়ে যাবেন। আপাতত সেই ব্যাঙ্কের তালিকায় আছে – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেড, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড, ডিবিএস ব্যাঙ্ক ব্যাঙ্ক লিমিটেড এবং সিটিব্যাঙ্ক।

বৃহস্পতিবার ভারের কেন্দ্রীয় ব্যাঙ্কের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সেই ওয়েব পোর্টাল চালু হওয়ার ফলে গ্রাহকরা তাঁদের আনক্লেমড ডিপোজিট বা অ্যাকাউন্ট চিহ্নিত করতে পারবেন। সেই টাকা ক্লেম করতে পারবেন বা বর্তমানে সংশ্লিষ্ট ব্যাঙ্কে (যে ব্যাঙ্কে ওই হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কেই) সক্রিয় অ্যাকাউন্টে জমা দিতে পারবেন।’ সেইসঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আপাতত সাতটি ব্যাঙ্কের গ্রাহকরা সেই সুবিধা পাবেন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ধাপে-ধাপে বাকি ব্যাঙ্কগুলিও ওই পোর্টালে যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন: Best Home Loan Rates: কোন ব্যাঙ্ক থেকে হোম লোন সবচেয়ে বেশি লাভ হবে? EMI কত পড়বে? রইল পুরো হিসাব

কীভাবে UDGAM পোর্টালে যাবেন?

১) UDGAM-র (আনক্লেমড ডিপোজিটস – গেটওয়ে টু অ্যাকসেস ইনফরমেশন) লিঙ্কে ক্লিক করুন (এখানে ক্লিক করুন)।

২) ‘Login to your account’-র নীচে ‘Do not have an account?’ এবং ‘Register’ আছে। ‘Register’-তে ক্লিক করতে হবে। 

৩) নয়া একটি পেজ খুলে যাবে। ‘Register using mobile number’-র নীচে মোবাইল নম্বর, নাম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। ‘I agree to the Disclaimer and the Privacy Policy laid down by RBI’ এবং ‘I declare that the usage of this portal is for my own legitimate purpose’-র চেকবক্সে ক্লিক করতে হবে গ্রাহকদের। ‘Next’ করতে হবে।

৪) রেজিস্ট্রার করার পর লগইন করতে হবে। মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাচটা দিয়ে লগইন করতে হবে গ্রাহকদের। সেখান থেকেই নিজেদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পাবেন।

আরও পড়ুন: Air India special sale: পুজোর সময় মাত্র ১,৪৭০ টাকা বিমান ভাড়া! ৯৬ ঘণ্টার ‘সেল’ Air India-র, কতদিন চলবে?