Successful surgery: ২ বছরের শিশুর মাথায় ঢুকে কাঁচি, সফল অস্ত্রোপচার করে বার করলেন SSKM-এর চিকিৎসকরা

২ বছর ১০ মাসের শিশু অস্ত্রোপচারে বড়সড় সাফল্য পেল রাজ্য সরকারের অনধীনস্থ সংস্থা পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন এন্ড রির্সাচ (IPGMER)। শিশুটির চোখে পাশ দিয়ে একটি কাঁচি মস্তিষ্কে প্রবেশ করেছিল। অস্ত্রোপচার করে সেটিকে সফল ভাবে বার করতে সক্ষম হয়েছে সংস্থার চিকিৎসকদের একটি টিম। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি বর্তমানে বিপদমুক্ত। 

হাওড়ার নরেন্দ্রপুরের মুনশিরহাটে রাতে নিজের বাড়িতে শুক্রবার রাতে একা খেলা করছিল শিশুটি। সেই সময় একটি কাঁচি তার বাম চোখের পাশ দিয়ে মস্তিষ্কে ঢুকে যায়। শিশুটির চিৎকার শুনে বাড়ির বড়রা ছুটে আসে। তাঁকে দ্রুত স্থানীয় জগৎবল্লভপ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে এসএসকেএম-র IPGMER নিয়ে যেতে বলে। 

শিশুটির দাদু রাজা শেখ বলেন, ‘ চিকিৎসকরা আমাদের IPGMER-এ নিয়ে যেতে বলেন। এ ছাড়া আর কোথায় এর চিকিৎসা হবে না বলে জানান তাঁরা। আমরা চিন্তায় পড়ে যাই যদি এসএসকেএম-এ গিয়ে বেড না পাই।’

ওইদিন রাত সাড়ে নটা নাগাদ শিশুটিকে নিয়ে এসএসকেএমএ আসেন তার পরিবার। সিটি স্ক্যানে দেখা যায় শিশু মস্তিকের একটি কাঁচি গেঁথে রয়েছে। কাঁচির আঘাতে মস্তিষ্কের মধ্যে রক্তও বের হচ্ছে। সেটি মস্তিষ্কের বাইরের কোষে আঘাত করেছে। 

নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক শুভাশিস ঘোষ যাঁর নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়েছে, তিনি বলেন,’যাতে আর কোনও আঘাত না লাগে সে কারণে আমরা শিশুটির মাথার খুলি উন্মক্ত করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর কাঁচিটিকে বার করে আনা সম্ভব হয়।’ এক্ষেত্রে শিশুটির অ্যানাস্থেসিয়া করাটাই ছিল কঠিন কাজ। কিন্তু চিকিৎসক অর্পিতা লাহার নেতৃত্বে অ্যানাস্থেসিয়া টিম এই কাজটি সফল ভাবে সম্পন্ন করেছে। 

অ্যানাস্থেশিয়ার চিকিৎসক রস্মিতা সেনগুপ্ত, তীর্থঙ্কর ঘোষ এবং কৌশক ঘোষ ছাড়া অস্ত্রোপচারের চিকিৎসক দলে ছিলেন, চক্ষুবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সন্দীপ সমাদ্দার। শিশুটির চোখ ঠিক আছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আগামী দুদিন পর তার আবার চোখের পরীক্ষা হবে।