টোকিও উৎসবে বিচারকদের প্রধান জার্মান পরিচালক, কিন্তু কেন

জাপানের কিংবদন্তি পরিচালক ইয়াসুজিরো ওজুর ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাজানো হলো টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৬তম আসরের অফিসিয়াল পোস্টার। এতে তাঁর কালজয়ী ছবি ‘টোকিও স্টোরি’র প্রতি সম্মান জানিয়েছেন আয়োজকেরা।

১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোকিও স্টোরি’কে ভাবা হয় ইয়াসুজিরো ওজুর অন্যতম মাস্টারপিস। সাদাকালো ছবিটির গল্পে দেখা যায়, বয়স্ক এক দম্পতি নিজেদের প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে দেখতে টোকিও ভ্রমণ করে। ২০১২ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিন পরিচালিত একটি জরিপে বিশ্বে সর্বকালের সেরা ছবির তালিকায় তিন নম্বরে স্থান পায় এটি।

৩৬তম টোকিও চলচ্চিত্র উৎসবের পোস্টারে দেখা যাচ্ছে, জাপানি অভিনেতা-নির্মাতা ওকুদা এজি ও তার মেয়ে চলচ্চিত্র পরিচালক আন্দো মোমোকোকে। তাদের মাধ্যমে ‘টোকিও স্টোরি’ ছবিতে থাকা প্রয়াত জাপানি অভিনেতা চিশু রিয়ু ও প্রয়াত অভিনেত্রী সেতসুকো হারার মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে। টোকিওর শপিং মল কিত্তে মারুনোচির ছাদবাগানে ছবিটি তোলা হয়েছে। এর পেছনে রয়েছে টোকিও স্টেশনের গম্বুজ। এটি সাজিয়েছেন জাপানিজ ফ্যাশন ডিজাইনার জুনকো কোশিনো।

ইয়াসুজিরো ওজু (১২ ডিসেম্বর, ১৯০৩-১২ ডিসেম্বর, ১৯৬৩) আজ (১৮ আগস্ট) থেকে টোকিওর বিভিন্ন প্রেক্ষাগৃহে পোস্টারটি দেখানো হচ্ছে। আন্দো মোমোকো ৩৬তম টোকিও চলচ্চিত্র উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তার কাজ হবে দর্শকদের সামনে  এবারের আসরের হাইলাইট ও বৈশিষ্ট্য তুলে ধরা।

‘টোকিও স্টোরি’ দেখেই ইয়াসুজিরো ওজুর নির্মাণশৈলীর প্রতি আগ্রহী হন খ্যাতিমান জার্মান পরিচালক-আলোকচিত্রী ভিম ভেন্ডার্স। প্রয়াত জাপানি নির্মাতার প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৮৫ সালে তাঁকে কেন্দ্র করে ভিম ভেন্ডার্স বানিয়েছেন প্রামাণ্যচিত্র ‘টোকিও-গা’। এটি ব্যাপক প্রশংসিত হয়েছে।

৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার টোকিও চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান আন্দো হিরোয়াসু জানান, এবারের আসরে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকবেন ভিম ভেন্ডার্স। ৫৫ বছরের ক্যারিয়ারে অনেক বৈশ্বিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ১৯৮২ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত ‘দ্য স্টেট অব থিংস’ গোল্ডেন লায়ন এবং ১৯৮৪ সালে কান চলচ্চিত্র উৎসবে তার ‘প্যারিস, টেক্সাস’ স্বর্ণপাম জিতেছে। এছাড়া ১৯৮৭ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘উইংস অব ডিজায়ার’-এর সুবাদে সেরা পরিচালক হন তিনি। অস্কারে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছে ভিম ভেন্ডার্সের ‘বুয়েনা ভিস্তা সোশ্যাল ক্লাব’ (১৯৯৯), ‘পিনা’ (২০১১) এবং ‘দ্য সল্ট অব দ্য আর্থ’ (২০১৪)। তার সর্বশেষ চলচ্চিত্র ‘পারফেক্ট ডেজ’ ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় স্থান পায়। এতে অভিনয় নৈপুণ্যের জন্য জাপানি তারকা ইয়াকুশো কোজি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কানে।

ভিম ভেন্ডার্স ১৯৮৫ সালে টোকিও চলচ্চিত্র উৎসবের প্রথম আসরে ফেস্টিভ্যাল অব ফেস্টিভ্যালস বিভাগে দেখানো হয় ভিম ভেন্ডার্সের ‘প্যারিস, টেক্সাস’। ১৯৯১ সালে টোকিও চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবি ছিল তার পরিচালিত ‘আনটিল দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে টোকিও চলচ্চিত্র উৎসবের তরুণ নির্মাতাদের ছবির প্রতিযোগিতা বিভাগে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১১ সালে তার ‘পিনা’ দেখানো হয় স্পেশাল স্ক্রিনিং বিভাগে। ১২ বছর পর আবারও টোকিও উৎসবে দেখা যাবে তাকে।

‘টোকিও স্টোরি’ ছবির দৃশ্যে সেতসুকো হারা টোকিও হলো বিশ্বের প্রথম সারির ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি। আগামী ২৩ অক্টোবর টোকিও তাকারাজুকা থিয়েটারে এর উদ্বোধন হবে। উৎসবটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। সমাপনী আয়োজন থাকবে তোহো সিনেমাস হিবিয়াতে। এবারও জাপানে বসবাসরত পুরোপুরি আনকোরা একজন পরিচালককে দেওয়া হবে অ্যামাজন প্রাইম ভিডিও টেক ওয়ান অ্যাওয়ার্ড। ‘টোকিও স্টোরি’ ছবির দৃশ্যে সেতসুকো হারা ও চিশু রিয়ু