IND Vs IRE 1st T20 Match Highlights: India Won By 2 Runs In Dl Method In Rain Hit Match Against Ireland At Malahide Cricket Stadium

ডাবলিন: আয়ার্ল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল (Ind vs Ire) ঘোষণা হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে ছিলেন। আইরিশদের বিরুদ্ধে সুযোগ পেলে ব্যাট হাতে কীরকম খেলবেন রিঙ্কু সিংহ (Rinku Singh)?

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সুযোগ পেলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নজরকাড়া তারকা। অভিষেকের মঞ্চে অবশ্য ব্যাট করার সুযোগই পেলেন না তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ার্ল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে হারাল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা দাপট দেখালেন। একটা সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ার্ল্যান্ড। তবে পাল্টা লড়াই করলেন আইরিশরাও। যখন মনে হচ্ছিল, একশোও তুলতে পারবে না আয়ার্ল্যান্ড, তখনই প্রত্যাঘাত কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থির। সপ্তম উইকেটে দুজনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন। ৩৩ বলে ৩৯ রান করলেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থি। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত রইলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি তাঁর। 

অর্শদীপ সিংহের শেষ ওভারে জোড়া ছক্কা ও একটি বাউন্ডারি মারলেন ম্যাকার্থি। প্রথমে ব্যাট করে আয়ার্ল্যান্ড তোলে ১৩৯/৭। ম্যাচ জিততে ১৪০ রান তুলতে হতো ভারতকে।

রান তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবে করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। মেঘলা আবহাওয়া ও হিমেল হাওয়ায় তখন বেশ ভাল বোলিং করছিলেন আইরিশ বোলাররা। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। তবে এরপরই হাত খোলেন যশস্বী ও রুতুরাজ। পরের ২ ওভারে ২৩ রান যোগ করেন দুজনে। তবে ক্রেগ ইয়ংয়ের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরপর ২ বলে ফিরে যান যশস্বী (২৪ রান) ও তিলক বর্মা (০)।

৬.৫ ওভারে ভারতের রান ৪৭/২, তখনই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে ২ রানে জয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ফের কেকেআরে ফিরছেন গম্ভীর? প্রসাদের সঙ্গে লখনউ চুক্তি করতেই তুমুল জল্পনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial