Bomb Threat Flight: ‘বিমানে ৩ টি বোমা রয়েছে’, দিল্লি এয়ারপোর্টে হুমকি ফোন, ৮ ঘণ্টা দেরিতে ছাড়ল ভিস্তারার বিমান

বিমান ঘিরে ফের বোমাতঙ্ক! দিল্লি থেকে পুনে গামী ভিস্তারা বিমানে এদিন বোমা রয়েছে বলে আসে উড়ো ফোন। তার জেরেই ছড়ায় আতঙ্ক। বিমানে ৩ টি বোমা থাকার ভুয়ো ফোন কলের জেরে দিল্লি থেকে পুনেগামী বিমান ৮ ঘণ্টা দেরিতে রওনা হয়। ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ জানিয়েছে, বোমা নিয়ে পর পর তিনটি ফোন কলই ছিল ভুয়ো। 

সকাল ৮.৩০ মিনিটে যে বিমানের রওনা হওয়ার কথা ছিল, সেই বিমান ছাড়ল বিকেল ৪.৩০ মিনিটে। ভিস্তারার বিমান ঘিরে বোমাতঙ্ক ঘিরে এই তথ্য জানিয়েছে পুলিশ। ভিস্তারার বিমান ইউকে৯৭১ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে। সেখানে সকাল ৭.৩৮ মিনিট থেকে শুরু করে দুপুর ২.১৫ মিনিট পর্যন্ত পর পর ভুয়ো ফোন কল আসে। অভিযোগ, ফোনে বলা হয়েছে, বিমানে রয়েছে বোমা। ভিস্তারার এয়ারবাস এ৩২০ বিমানে তখন ১০০ জন যাত্রী আর ৫ জন বিমানকর্মী। মুহূর্তে শুরু হয়ে যায় বোমার খোঁজ। এদিকে, পর পর আসেত থাকে ফোন। ভিস্তারার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের দেরি হয়েছে ‘একটি আবশ্যিক নিরাপত্তা চেকিংয়ের জন্য’। জানা গিয়েছে, গুরুগ্রামে দিল্লি আন্তর্জাতিক বিমান বন্দরে আসে হুমকির ওই ফোনকল। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে সেই ফোন কলটি কন্ট্রোল রুমের কাছে ফরোয়ার্ড করা হয়। চিরুনি তল্লাশি শুরু করে প্রশাসন। টার্মিনাল থ্রি ততক্ষণে আটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীতে। এক অফিসার জানিয়েছেন, ‘যাত্রীদের বিমান থেকে নামনো হয়। আমরা ভালো করে তল্লাশি করি। ভিতর থেকে বাইরে থেকে সব দিক থেকে দেখা হয়। তবে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত আরও এগোবে।’

বিমানবন্দরের নিরাপত্তাকর্মীর তরফে জানানো হয়েছে, তাদের কাছে ফোন এসেছিল যে, ‘তিনটি বোমা বিমানে রয়েছে’ বলে। এক নিরাপত্তা কর্মী বলছেন, কলার বলেছিল, ‘তিনটি বোমা ৪২ নম্বর গেটে পার্ক করা ফ্লাইট নং ইউকে৯৭১-এ রাখা হয়েছে এবং সেগুলো এক ঘণ্টার মধ্যে বিস্ফোরিত হবে।’ এই ফোন কল-এ এই বার্তা দেওয়ার পর ফোন কেটে দেওয়া হয়। ততক্ষণে যাবতীয় তল্লাশি শুরু হয়ে যায়। যদিও শেষমেশ দেখা যায়, বিমানে কোনও বোমা নেই। ওই ফোন কল ভুয়ো বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তার তদন্তে নেমেছে প্রশাসন।