TMCP Rajanya Haldar: যাদবপুরে জমি শক্ত করতে তৃণমূলের ভরসা রাজন্যাই, TMCP ইউনিটের সভানেত্রী করা হল তাঁকে

প্রথমবর্ষের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে ইউনিটের পদ ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ।  ইউনিটের সভাপতি হলেন দক্ষিণ ২৪ পরগনায় টিএমসিপি-র সহ-সভাপতি রাজন্যা হালদার। ইউনিটের চেয়ারপার্সন করা হয়েছে সঞ্জীব প্রামাণিককে।

কিছুদিন আগেই যাদবপুরে টিএমসিপি-র ইউনিট শক্তিশালী করার জন্য নির্দেশ দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুক্রবার বৈঠকে বসে তৃণমূল ছাত্র পরিষদ। এই বৈঠকেই রাজন্যা ও সঞ্জীবের নাম ঘোষণা করেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

দায়িত্ব পাওয়ার পর রাজন্যা সংবাদমাধ্যকে বলেন, ‘যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা সঠিক ভাবে পালন করাই আমার লক্ষ্য। আগে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ইউনিট ছিল। এবার আরও শক্তিশালী করা হবে।’

বুধবার যাদবপুরে ডেপুটেশন দিতে গিয়ে বাম ছাত্র সংগঠগুলির সঙ্গে বচসা, ধস্তাধস্তি হয় টিএমসিপির। সেই সময় রাজন্যাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে। তিনি নিজে সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, তাঁকে আচড়ে, কামড়ে জখম করা হয়েছে।

গত ২১ জুলাইয়ের মঞ্চে রাজন্যা দেখা যায় বক্তব্য রাখতে। তার পর থেকে রাজ্য রাজনীতিতে তিনি ক্রমশ পরিচিত মুখ হয়ে উঠতে শুরু করেছেন। বর্তমানে তিনি টিএমসিপি-র দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ-সভাপতি। সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি-র ইউনিটের পর্যবেক্ষকও ছিলেন। এবার তাঁকে নতুন ইউনিটের সভাপতি করা হল।

সূত্রের খবর, দলীয় নেতৃত্বের কাছে প্রথম পছন্দ রাজন্যা হলেও যাদবপুরের পর্যবেক্ষক সঞ্জীব প্রামাণিকের নাম ছিল। কিন্তু শুক্রবারের বৈঠকে শেষ পর্যন্ত রাজন্যাকেই বেছে নেওয়া হয়।