নিয়োগ দুর্নীতিতে আরও এক জামিন, শর্তসাপেক্ষে জামিন পেলেন নীলাদ্রি দাস

নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন আরও ১ অভিযুক্ত। শনিবার জামিন পেলেন ওএমআর শিট কারচুপিতে অভিযুক্ত নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। তাঁকে ৩০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত। এই নিয়ে গত গত ৭ দিনে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ৬ জন জামিন পেলেন। শনিবারই জামিন পেলেন ৫ জন।

SSC-র OMR শিট পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থা নাইসার বিরুদ্ধে একাধিক কারচুপির অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তে দিল্লি ও গুরুগ্রামে নাইসার অফিসে হানা দেয় সিবিআই। উদ্ধার করে হার্ড ডিস্ক। সেই হার্ড ডিস্কের তথ্যের সঙ্গে OMR শিটের তথ্যের ব্যাপক কারচুপি ধরা পড়ে। দেখা যায় অনেকের ৫০ – ৫৪ বেড়ে গিয়েছে। অনেকের নম্বর আবার কমেছে। এই কারচুপিতে যুক্ত থাকায় নাইসার কর্তা নীলাদ্রি দাসকে গত মার্চে গ্রেফতার করে সিবিআই।

তদন্তকারীরা জানাচ্ছেন, নীলাদ্রি দাসের সঙ্গে হাত মিলিয়ে নম্বর কারচুপি করতেন SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। কার কার কত নম্বর বদলাতে হবে তার তালিকা নীলাদ্রিকে পাঠিয়ে দিতেন তিনি। সেই তালিকা অনুসারে নাইসার সার্ভারে নম্বর বদলে দিতেন নীলাদ্রি। সুবীরেশের ধারণা ছিল, এর ফলে কোনও ভাবেই দুর্নীতি ধরা সম্ভব হবে না। এভাবে ০ পাওয়া প্রার্থীর নম্বর বাড়িয়ে ৫২ করেছেন নীলাদ্রি।

শনিবার নীলাদ্রির জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালতে তিনি বলেন, নীলাদ্রির বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের কোনও অভিযোগ নেই। চার্জশিটও হয়ে গিয়েছে। মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করবেন। এর পর নীলাদ্রি দাসকে ৩০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেন বিচারক।

এর আগে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য। শনিবার আলিপুর আদালতে জামিন পেয়েছেন মুর্শিদাবাদের শিক্ষকের চাকরি চুরি করে গ্রেফতার হওয়া ৪ ব্যক্তি। এদিন জামিন পেলেন নীলাদ্রি দাসও। একের পর এক জামিনে সুবিচার নিয়ে ফের শংকায় যোগ্য চাকরিপ্রার্থীরা।