Indian Captain Rohit Sharma Begins Preparation For Asia Cup 2023

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ভারতীয় দলের (Indian Cricket Team) অঙ্গ ছিলেন না। চলতি ভারত বনাম আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আর দিনকয়েক পরেই, ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2023)। সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই অনুশীলন শুরু করে দিলেন ভারতীয় অধিনায়ক রোহত শর্মা (Rohit Sharma)। মুম্বইয়ে তিনি নিজের অনুশীলন সারছেন।

শনিবার, ১৯ অগাস্টই রোহিত নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফিট রাখতে দৌড়ানোর একাধিক ছবি শেয়ার করেন। রোহিতের এই পোস্টটি স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। পোস্টটিতে ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষের মতো লাইক পড়ে গিয়েছে। রোহিত প্রায় মাসখানেক আগে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নেমেছিলেন। তারপর থেকে তিনি আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তাই খানিকটা বিরতির পর আবার মাঠে নামার আগে ফিটনেস ফিরে পেতেই রোহিতকে এদিন দৌড়তে দেখা যায়।

 


প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। এখনও এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে আগামী সোমবার, ২১ অগাস্ট নির্বাচকরা এশিয়া কাপের দল ঘোষণা করবেন। সূত্রের খবর, এশিয়া কাপের দল বাছাই নিয়ে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর সঙ্গে বিসিসিআইয়ের অফিসে বৈঠকে বসবেন ভারত অধিনায়ক।

মূলত সিনিয়র কয়েকজন ক্রিকেটার ও তাঁদের উপস্থিতি নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। বুমরা জাতীয় দলে প্রত্য়াবর্তন করেছেন ৩২৭ দিন পরে। কামব্যাকের ম্য়াচে ২ উইকেট তুলে প্লেয়ার অফ দ্য অ্য়াওয়ার্ড পেয়েছেন। তবে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারকে নিয়ে এখনও অফিশিয়াল কোনও বিবৃতি মেলেনি। তবে দুইজনেই এনসিএর তত্ত্বাবধানে রয়েছেন। এছাড়াও নেটে ব্যাটিংও করছেন ২ জনে। ফলে আশা করা হচ্ছে যে এশিয়া কাপে ভারতীয় দলে দেখা যেতে পারে এই দুই তারকা ব্য়াটারকে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: রিচার্ডসের শুরু, গাওস্করের শেষের সাক্ষী, চিন্নাস্বামী স্টেডিয়ামের পরতে পরতে ইতিহাস