ছিটকে গেল সাদা-কালো, শেষ আটে সবুজ-মেরুন, ডুরান্ডে আবার ডার্বি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড কাপের নকআউটে (Durand Cup 2023) যাওয়ার আগে এক অবিশ্বাস্য সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল মহামেডান (Mohammedan SC) স্পোর্টিং ক্লাব। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে (Mohammedan SC vs Jamshedpur FC) শুধু জিতলেই হত না সাদা-কালো বাহিনীকে। অন্তত ৭ গোলে জিতলেই নকআউটের দরজা খুলে যেত। বলা যেতে পারে এক অবিশ্বাস্য সমীকরণই ছিল রেড রোডের ধারের ঐতিহ্য়বাহী ক্লাবের। এদিন মহামেডান ৬-০ গোলের বিশাল ব্যবধানেই জিতল। মাঠের খেলায় জিতলেও কিন্তু লিগ টেবলের খেলায় হেরে গেল তারা। গোল পার্থক্যে এগিয়ে থাকায় শেষ আটে চলে গেল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। হাফ ডজন গোলে প্রতিপক্ষকে উড়িয়েও মহামেডানের এবারের মতো ডুরান্ড জয়ের স্বপ্ন মাটিতে মিশে গেল। দেখতে গেলে মাত্র এক গোলের জন্য মহামেডানের যাওয়া হল না শেষ আটে।

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: কলকাতা লিগে প্রথম হার সবুজ-মেরুনের! কিয়ানরা আটকে গেলেন সাদার্ন সমিতির কাছে

ডুরান্ডে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ সেনা (Bangladesh Army Football Team), পঞ্জাব এফসি-র (Punjab FC) সঙ্গেই ছিল ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান। গ্রুপে শীর্ষস্থান (সাত পয়েন্ট) দখল করেই কিন্তু ইস্টবেঙ্গল সবার আগে চলে গিয়েছিল নক আউটে। ইস্টবেঙ্গল ডুরান্ডে প্রথম ম্যাচে বাংলাদেশ সেনার সঙ্গে ২-২ ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে লাল-হলুদ ১-০ গোলে হারায় মোহনবাগানকে। এরপর তৃতীয় ম্যাচে কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা হারিয়েছিল পঞ্জাবকে। একটি ড্র ও দুই জয়ের সুবাদে ইস্টবেঙ্গলের চলে এসেছিল সাত পয়েন্ট। এদিন হারলে মেহরাজউদ্দিনের শিষ্য়দের বিদায় নিশ্চিত ছিল। অন্যদিকে জিতলেও তাদের অন্যান্য ম্যাচের দিকে চোখ রাখতে হত। কারণ এদিনের শুরুতেই ব্ল্যাক প্যান্থার্সের লড়াইটা খাতায়-কলমে আরও জটিল করে দিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারা ডাউনটাউন হিরোজ এফসিকে ৩-১ উড়িয়ে চলে যায় নকআউটে। ফলে লড়াইটা শহরের দুই প্রধান- মোহনবাগান ও মহামেডানের হয়ে গিয়েছিল পয়েন্ট টেবলে। দেখতে গেলে মোহনবাগান ডুরান্ডে প্রথম দুই ম্যাচেই কাজের কাজ করে দিয়েছিল। প্রথম ম্যাচে তারা বাংলাদেশ সেনাকে পাঁচ গোলের মালা পরিয়েছিল। দ্বিতীয় ম্যাচে পঞ্জাবকে ২-০ হারায় তারা। তৃতীয় ম্যাচই ছিল ডার্বি। তবে ডার্বিতে জুয়ান ফেরান্দোর টিম হেরেছিল মাত্র এক গোলের ব্য়বধানে। ফলে গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবের গোল পার্থক্য় ছিল ৬+।

চলতি ডুরান্ডে নিয়ম মেনে ছয় গ্রুপের শীর্ষস্থানীয় দল কোয়ার্টার ফাইনালে চলে যাবে। বাকি দুই দলের ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় স্থানে থাকা ছ’টি দলের মধ্যে। ইস্টবেঙ্গলের সঙ্গেই মুম্বই সিটি এফসি, গোকুলাম কেরালা এফসি,  এফসি গোয়া ও চেন্নাইয়িন এফসি চলে গিয়েছে শেষ আটে। গ্রুপ এফ-এর শীর্ষে কোন দল থাকবে তা এখনও নির্ধারিত হয়নি। ডুরান্ডের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মহামেডান না হারলে, তাদের এদিন এই অবস্থা হত না। এদিন মাঠে নামার আগে মহামেডানের গোল ফারাক ছিল -১। জামশেদপুরকে হাফ ডজন গোলে হারানোর ম্য়াচে ডেভিড লালাংসাঙ্গার চার গোলের সঙ্গেই ফানাই করেন দুই গোল। হাফ ডজন গোলে জেতায়, সাদা-কালোর ম্যাচের শেষে গোল পার্থক্য দাঁড়ায় +৫। ফলে এক পয়েন্টে বাজিমাত করে দেয় মোহনবাগান। গ্রুপ ‘এফ’-এ ভারতীয় সেনা যদি রাজস্থান ইউনাইটেড এফসি-কে হারিয়ে দিতে পারে, তাহলে তারা মোহনবাগানের সমসংখ্যক পয়েন্টে দাঁড়াবে। তবে গোল পার্থক্যে কামিন্সদের টপকানো সম্ভব হবে না। অন্যদিকে ইস্ট-মোহন দুই দলই এখন শেষ আটে। ফলে ফের একবার ডুরান্ড ডার্বি দেখার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তা যদি হয়, তাহলে বাংলার ফুটবল ফ্যানদের আনন্দের শেষ থাকবে না।

আরও পড়ুন: FIFA Women’s World Cup 2023: বিশ্বকাপের রং লাল, ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)