Abhishek Banerjee: রবিবার বিকেলে দেশে ফিরলেন অভিষেক

গত ২৬ জুলাই দেশ ছেড়েছিলেন তিনি। ঘনিষ্ঠ মহলে জানিয়ে গিয়েছিলেন, চোখের চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এমনকী চিকিৎসকের সঙ্গে তাঁর ছবি পরে ভাইরাল হয়। তিন সপ্তাহের প্রবাসের পর বাড়ি ফিরলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতায় ফিরলেন তিনি। এদিন বিমানবন্দরে সপরিবারে দেখা যায় অভিষেককে।

গত ২৬ জুলাই অভিষেকের বিদেশযাত্রা রোখায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল ED. আদালতে ইডি জানিয়েছিল অভিষেকের বিরুদ্ধে কোনও লুক আউট সার্কুলার না থাকলেও তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে কীভাবে লুক আউট সার্কুলার জারি করা হল তা জানতে চান বিচারপতিরা। এর পরই ইডি অভিষেকের বিদেশযাত্রা আটকাতে পারে না বলে নির্দেশ দেয় আদালত। সেই সন্ধ্যাতেই সবার অগোচরে সপরিবারে দুবাই উড়ে যান অভিষেক। ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়, তিনি চোখের চিকিৎসা করাতে গিয়েছেন।

দুবাইয়ে সপ্তাহখানেক থাকার পর সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান অভিষেক। সেখানে চোখের চিকিৎসা করান তিনি। তিনি কবে দেশে ফিরবেন এই নিয়ে যখন জল্পনা চলছিল, তার মধ্যেই রবিবার বিকেলে কলকাতা ফেরেন তিনি।

বিরোধীদের দাবি, চোখের চিকিৎসায় অছিলায় বিদেশে নিজের বিনিয়োগের দেখভাল করতে গিয়েছেন অভিষেক। যদিও এব্যাপারে তৃণমূলের সাধারণ সম্পাদকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিষেকের বিদেশ সফর চলাকালীন ইডি সূত্রে খবর পাওয়া যায় এক রাশিয়ান বান্ধবীর মাধ্যমে বিদেশে মোটা টাকা পাচার করেছেন এক প্রভাবশালী। পরে জানা যায়, এক নয় একাধিক বিদেশি তরুণী যুক্ত এই চক্রে। বিজেপির দাবি, ওই প্রভাবশালীর হলেন ‘ভাইপো’।