IND vs IRE 2nd T20 Live Updates India playing against Ireland match highlights Malahide Cricket Stadium

ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs IRE 2nd T20) খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্য়াচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আজ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে তারা। প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল রিঙ্কু সিংহ ও প্রসিদ্ধ কৃষ্ণর। দ্বিতীয় জন বল হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেও রিঙ্কু ব্যাট হাতে নামার সুযোগ পাননি। বড় কোনও মিরাক্যাল না হলে এই ম্য়াচে হয়ত কোনও দলই একাদশে পরিবর্তন আনবে না।

গত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মের সৌজন্যে ভারতীয় দল দুই রানে ম্যাচ জিতে নেয়। ম্যাচে একসময় এক সময় ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল আয়ারল্যান্ড। তবে চাপে পড়েও দুরন্ত লড়াই চালায় আইরিশরা। আরও ভাল করতে বলতে গেলে কার্টিস ক্যাম্পহার ও ব্যারি ম্যাকার্থি। সপ্তম উইকেটে দু’জনে ৪৪ বলে ৫৭ রান যোগ করে ভারতীয় শিবিরকে চাপে রাখলেন। ৩৩ বলে ৩৯ রান করেন ক্যাম্পহার। তবে বিধ্বংসী মেজাজে ছিলেন ম্যাকার্থিও। ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। 

রান তাড়া করতে নেমে শুরুটা সতর্কভাবে করেছিলেন যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়। মেঘলা আবহাওয়া ও হিমেল হাওয়ায় তখন বেশ ভাল বোলিং করছিলেন আইরিশ বোলাররা। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ২২ রান। তবে এরপরই হাত খোলেন যশস্বী ও রুতুরাজ। পরের ২ ওভারে ২৩ রান যোগ করেন দুজনে। তবে ক্রেগ ইয়ংয়ের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পরপর ২ বলে ফিরে যান যশস্বী (২৪ রান) ও তিলক ভার্মা (০)। ৬.৫ ওভারে ভারতের রান ৪৭/২, তখনই বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়।