ইউক্রেনীয় ড্রোনের আঘাতে বিধ্বস্ত রাশিয়ার সুপারসনিক যুদ্ধবিমান

ইউক্রেনের একটি ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার একটি  সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির যাচাইকৃত ছবিতে রুশ যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ছবিতে দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপেলভ টিইউ-২২ যুদ্ধবিমানে আগুন লেগেছে।

মস্কো স্বীকার করেছে, ছোট অস্ত্রবহনকারী একটি ড্রোন আঘাত করেছিল। এতে যুদ্ধবিমানের ক্ষতি হয়েছে। ইউক্রেন এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

টিইউ-২২ সুপারসনিক  যুদ্ধবিমান শব্দের  দ্বিগুণ গতিতে উড়তে পারে। চলমান যুদ্ধে  ইউক্রেনীয় শহরগুলোতে বিমান  হামলায় এগুলো ব্যবহার করে আসছে  রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, একটি কপ্টার-শ্রেণি মনুষ্যবিহীন আকাশযান দ্বারা যুদ্ধবিমানে হামলা হয়েছে। একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানঘাঁটির পার্কিং লটে আগুন লেগেছিল তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি যুদ্ধবিমান ধ্বংসের ফলে রাশিয়ার শক্তিশালী বিমানবাহিনীর ওপর প্রভাব খুব সামান্য হবে। কিন্তু এই হামলাটি প্রমাণ করছে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ক্ষেত্রে কিয়েভের ক্রমবর্ধমান সক্ষমতা।