Kaku of Kalighat: নজরে সেই লিপস অ্যান্ড বাউন্ডস! কালীঘাটের কাকুর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটে হানা ইডির

তন্ময় চট্টোপাধ্যায়

কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল কাকুকে। গত ৩০শে মের ঘটনা। এবার সেই মামলায় আরও তথ্য পেতে কলকাতায় অন্তত চারটি জায়গায় হানা দিল ইডি।

গত ২৮ জুলাই কলকাতা হাইকোর্টে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল ইডি।

এক ইডি আধিকারিক জানিয়েছেন, সোমবার দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে অভিযান চলেছে। লি রোড এলাকার একটা অ্যাপার্টমেন্টেও হানা দেওয়া হয়েছিল। এটাই তিনি তাঁর মেয়ে জামাইতে উপহার হিসাবে দিয়েছিলেন। বেশ দামি এই সম্পত্তি।

এখানেই শেষ নয়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একটি পানীয় জলের প্ল্যান্টেও হানা দেয় ইডি। এটাও লিপস অ্যান্ড বাউন্ডের সম্পত্তি। এদিন হানা দিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি।

এদিকে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় প্রসঙ্গে বলতে গিয়ে কালীঘাটের কাকু জানিয়েছিলেন, আমার সাহেবের নাম অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

তবে রবিবারই আমেরিকা থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশ গিয়েছিলেন বলে খবর। তিনি কলকাতায় পা রাখতেই লিপস অ্যান্ড বাউন্ড নিয়ে কার্যত ঝাঁপিয়ে পড়ল ইডি। তবে এই ইডির অভিযান নিয়ে তৃণমূল নেতারা কোনও মন্তব্য করতে পারেনি।

এদিকে ইডি তাদের চার্জশিটে আগেই জানিয়েছিল তিনটি কোম্পানির মাধ্যমে নিয়োগ দুর্নীতির বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে। আর তার মূল মাধ্যম ছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র।

হিন্দুস্তান টাইমস বাংলার সংযোজন

এর আগে দুর্নীতি মামলায় জড়িত থাকার যাবতীয় অভিযোগ কার্যত এড়িয়ে যেতেন কালীঘাটের কাকু। তবে দিন যত এগিয়েছে ততই একে একে নতুন নতুন তথ্য সামনে আসছে। তার সঙ্গেই প্রশ্ন উঠছে কালীঘাটের কাকুর এত টাকার উৎস কী? তিনি মেয়ে জামাইকে যে ফ্ল্যাট উপহার দিয়েছেন সেই টাকা কোথা থেকে এল? লিপস অ্যান্ড বাউন্ডকে ঘিরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সবটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। আর কোন রাঘববোয়াল এবার জালে ওঠে সেটাই দেখার।