রাতে দেশে ফিরেছেন সাকিব, আছে বিজ্ঞাপনের শুটিং

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব আল হাসান দেশ ছেড়েছিলেন গত মাসে। এরপর সেখান থেকে খেলতে যান লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কা থেকে ব্যবসায়িক কাজে যান দুবাই। ওখান থেকে সোমবার রাতে ঢাকায় ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ঢাকায় ফিরে মঙ্গলবারই (২২ আগস্ট) বিজ্ঞাপনচিত্রের শুটিং করার কথা রয়েছে তার।

বিসিবি সূত্রে সাকিবের দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ দলের পূর্ব নির্ধারিত অনুশীলন। ভ্রমণক্লান্তি কাটিয়ে সাকিব অনুশীলনে যোগ দেবেন কিনা এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ দিন একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার কথা রয়েছে এই তারকার ক্রিকেটারের। জানা গেছে দিনের আলো থাকতেই শুটিংয়ের কাজ সারতে হবে। সেই হিসেবে অনুশীলনে সাকিবের না থাকার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে সাকিবকে ২৩ আগস্ট থেকে অনুশীলনে পাবেন সতীর্থরা।

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে বল হাতে ভালো কাটলেও ব্যাট হাতে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। এলপিএলে ১০ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। এছাড়া তার ব্যাট থেকে আসে ১৩৮ রান। এশিয়া কাপের আগে আর কয়েকদিন অনুশীলন করবে বাংলাদেশ। এই অনুশীলনে সাকিবকে দেখা যাবে। এশিয়া কাপ খেলতে আগামী ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।