Abhishek Banerjee: অভিষেকের মামলায় শুনানি শেষ, রায়দান নিয়ে আরও কিছুদিনের অপেক্ষা

রবিবারই আমেরিকা থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আর সোমবারই নিয়োগ মামলায় অভিষেক  বন্দ্যোপাধ্য়ায়ের করা আবেদনের মামলা শেষ হল। তবে আপাতত এই মামলার রায়দান স্থগিত রাখা হল। এরপর কী হবে? 

আদালত সূত্রে খবর, এই রায়দান করার আগে এই মামলার সঙ্গে জড়িত সমস্ত পক্ষ লিখিতভাবে তাদের আবেদন, তাদের বক্তব্য জমা করবে। তা পড়ে দেখবে আদালত। তারপর এই রায়দান করা হবে। এদিকে এই রায়কে ঘিরে নানা বিষয় জড়িয়ে রয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব সরাসরি এনিয়ে মন্তব্য করতে চায়নি। তবে আদালতে ইডি জানিয়েছিল, অর্থের বিনিময়ে চাকরি হয়েছে। অভিষেকের সঙ্গে সুজয়ের নিবিড় সম্পর্ক। সুজয়কৃষ্ণ ভদ্র কোনও দিন শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তার সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠ সম্পর্ক। নিয়োগ দুর্নীতিতে যে বিরাট অঙ্কের টাকার লেনদেন হয়েছে তার হদিশ পাওয়ার জন্যই এই তদন্ত হচ্ছে। এই তদন্ত আটকানো ঠিক নয়। 

তবে এদিনের রায়দান স্থগিত হয়ে গেলেও স্নায়ুর চাপ কোনও অংশে কমেনি। আগামী দিনেই জানা যাবে আদপে এই মামলায় শেষ পর্যন্ত কী রায় দিল আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন মামলাটির শুনানি ছিল। তবে তিনি রায়দান স্থগিত রেখেছেন। 

আগামী ৫ সেপ্টেম্বর মামলার রায়দান হবে। সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। এদিকে স্কুলে নিয়োগ মামলা থেকে অব্যহতি চেয়ে আদালতে আগেই গিয়েছিলেন অভিষেক। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছিলেন, অভিষেক তদন্তে সহযোগিতা করছেন। কিন্তু কিছুতেই তদন্ত শেষ হচ্ছে না। অভিষেককে তদন্ত থেকে রেহাই দেওয়ার আবেদন করা হয়েছিল। 

তবে ইডির আইনজীবী জানিয়েছিলেন, কুন্তল ঘোষের চিঠি বা অভিষেকের বক্তব্যের সঙ্গে এই তদন্তের কোনও যোগ নেই। সুজয়কৃষ্ণ ভদ্র কোনও দিন শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তার সঙ্গে অভিষেকের নিবিড় সম্পর্ক। নিয়োগ দুর্নীতিতে যে বিরাট অঙ্কের টাকার লেনদেন হয়েছে তার হদিশ পাওয়ার জন্যই এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচছে