হঠাৎ নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যপাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় বিতর্কের মধ্যেই ঝটিকা সফর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। এখানে আবার নতুন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এই নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। এমনকী বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। এছাড়া বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার প্রস্তাব আনা হবে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎ করে নয়াদিল্লি সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। রাজ্যপালের এই ঘন ঘন নয়াদিল্লি যাওয়া নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। ঝটিকা সফরে কেন রাজ্যপালকে নয়াদিল্লি যেতে হচ্ছে?‌ তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এদিকে সুপ্রিম কোর্টে করা রাজ্য সরকারের মামলায় আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পার্টি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই রায় শোনার পরই নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যপাল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারও কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল? উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যপালের কোনও নির্দিষ্ট কর্মসূচির তালিকা তৈরি যায়নি। তবে তিনি যখনই নয়াদিল্লি যান তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এবারও শাহী সাক্ষাৎ হতে পারে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে উপাচার্য নিয়োগ এবং রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই নবান্ন রাজভবন সংঘাত শুরু হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হওয়ায় রাজ্যপালকে ক্রমাগত আক্রমণ করেছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালকে আক্রমণ করেছিলেন। সুতরাং রাজ্যপাল এই রাজ্যে এখন বিশেষ সুবিধা করে উঠতে পারছেন না। কারণ বিজেপি ছাড়া অন্য কোনও বিরোধী দল রাজ্যপালকে বিশেষ গুরুত্ব দেন না। এমনকী জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে কিনা এখন সেটাই দেখার।

আরও পড়ুন:‌ ‘‌কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, কোথায় যাদবপুর!’‌ দিলীপ ঘোষের বেনজির মন্তব্যে তোলপাড়

আর কী জানা যাচ্ছে? পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই সংঘাতের বাতাবরণ তৈরি হয়। সেটা এখনও অব্যাহত রয়েছে। তার মধ্যেই‌ আজ উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পার্টি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। তার মধ্যেই রাজ্যপালের নয়াদিল্লি সফর বেশ ইঙ্গিতপূর্ণ। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের নয়াদিল্লি সফরের পূর্ব নির্ধারিত কর্মসূচি নিয়ে কিছু জানা যায়নি।