Tomatoes, Onions Price: জলের দরে পেঁয়াজ- টমেটো, ওই শহরে বিক্রি শুরু করল সরকার,লাইন পড়ছে ক্রেতাদের

বাজারের সবজিতে একেবারে হাত দেওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি। টমেটো, লঙ্কার আগুন দাম। এবার পেঁয়াজের দামও চড়তে শুরু করেছে। তবে এবার পেঁয়াজেও ভর্তুকি দেওয়া শুরু করল সরকার। ন্যাশানাল কো অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া একাধিক আউটলেট ও ভ্যানের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা শুরু করেছে। রাজধানী দিল্লির অন্তত ১০টি লোকেশনে এই পেঁয়াজ বিক্রি করা শুরু করেছে ন্যাশানাল কো অপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া।

মূলত পেঁয়াজের দাম সবে বাড়তে শুরু করেছিল। আর তখনই ভর্তুকি দামে অর্থাৎ বাজারের থেকে কিছুটা কম দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়ে গেল। সোমবার বাজারের থেকে কিছুটা কম দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে দিল্লিতে। প্রতি কেজি ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে রাজধানীতে।

তবে শুধু পেঁয়াজ নয়, বাজারের থেকে কিছুটা কম দামে টমেটো বিক্রিও শুরু হয়েছে রাজধানী দিল্লিতে। NCCF ও NAFED এই দুই সংস্থার তরফে প্রতি কেজি ৪০ টাকা দরে টমেটো বিক্রি শুরু হয়েছে।

এদিকে ক্রেতা সুরক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে. গত ১০ দিনে মানে ১০ অগস্ট থেকে ২০ অগস্টের মধ্য়ে দেশের একাধিক শহরে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।

দিল্লিতে পেঁয়াজের দাম ৩০-৩৭ টাকা কেজি।

বেঙ্গালুরুতে ২৯-৩৯ টাকা কেজি

চেন্নাইতে ২৭-৩৬ টাকা প্রতি কেজি।

কাটিহারে ২৪ টাকা থেকে ৩৪ টাকা প্রতি কেজি।

এদিকে দেশের অন্যতম বড় পেঁয়াজের বাজার হল নাসিকে। সেই বাজার সোমবার বন্ধ ছিল। কারণ তাদের দাবি সরকার পেঁয়াজের উপর ৪০ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে। এর জেরে কৃষকদের মধ্য়ে ক্ষোভ ছড়িয়েছে। কারণ তাদের দাবি, এই ধরনের শুল্ক কেবলমাত্র ব্যবসায়ীদের সুবিধা করে দেবে। এতে কৃষকদের কোনও লাভ হবে না।

সূত্রের খবর, ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য সরকার ৩ লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুত করে রেখেছে। অতিরিক্ত ২ লাখ মেট্রিক টন পেঁয়াজ আরও মজুত করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে দিল্লিতে টমেটো কিনতে রীতিমতো লাইন পড়ে যাচ্ছে বলে খবর।