Sourav Ganguly Full Of Praise For Rinku Singh After His Debut International Innings

মুম্বই: ডাবলিনে ৩৩ রানে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ফাস্ট বোলাররা প্রভাবিত করলেও, ম্যাচের রং বদলে দেওয়া ইনিংসের জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয় রিঙ্কু সিংহকে (Rinku Singh)।

নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসে ২১ বলে ৩৮ রান করেন রিঙ্কু। তাঁর ইনিংস সাজানো ছিল দুইটি চার ও তিনটি ছক্কায়। রিঙ্কুর এই ইনিংসে কিন্তু প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) বেশ প্রভাবিত হয়েছেন। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পিটিআইকে বলেন, ‘রিঙ্কু কাল খুবই ভাল খেলেছে। আমি ওর খেলা ঘরোয়া ক্রিকেটে দেখেছি। এবারের আইপিএলে দারুণ খেলেছে ও। আন্তর্জাতিক কেরিয়ারটাও দুরন্তভাবে শুরু করেছে। ওর মতো প্রতিভাবান একজন ক্রিকেটারের দিকে নজর সবসময়ই থাকবে।’

যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) জাতীয় দলে ফেরা নিয়েও উচ্ছ্বসিত সৌরভ। আইরিশদের বিরুদ্ধে বুমরার বোলিং দেখে ‘দাদা’র ভালই লেগেছে। তিনি বলেন, ‘ও ভাল বল করছে। হ্যাঁ, প্রতিপক্ষটা একটু ভিন্ন বটে। তবে দীর্ঘ চোট সারিয়ে ও এই সিরিজ়ের মাধ্যমেই কামব্যাক করেছে। আসন্ন এশিয়া কাপে ও কেমন পারফর্ম করে সেইদিকে নজর থাকবে। নেটে যারা ওর বিরুদ্ধে ব্যাট করেছে তারা বলল ও ভাল গতিতে বল করছে। তাই এশিয়া কাপে ওর পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।’

বিশ্বকাপ শুরু হতে আর মাস দুইও বাকি নেই। ইতিমধ্যেই উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে। আর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সবসময়ই বাড়তি আবেগ, উন্মাদনা কাজ কর দুই দেশের সমর্থকদের মধ্যেই। এবারও তাঁর অন্যথা হচ্ছে না। তবে সৌরভের মতে বিশ্বকাপে কোনও ম্যাচই ছোট নয় এবং ভারতীয় দল একটি প্রতিপক্ষের উপর বিশ্বকাপে বাড়তি নজর দেবে না। ‘শুধু ভারত বনাম পাকিস্তান নয়, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচগুলিও ভারতের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে কোনও ম্য়াচই কম গুরত্বপূর্ণ হয় না।’ 

প্রসঙ্গত, বিশ্বকাপের ভারত সবসময়ই অন্যতম ফেভারিট হবে মাঠে নামবে বলে অকপট সৌরভ। এবারের বিশ্বকাপেও টিম ইন্ডিয়া ভাল পারফর্ম করবে বলে আশাবাদী তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট চাহালের, নিশানায় রোহিত?