অফিস টাইমে হাওড়ার দাসনগরে বাস ও মিনিবাসে সংঘর্ষ, অন্তত ১০ আহত

হাওড়ার দাস নগরে একটি বাস ও মিনিবাসের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ এই দুঘর্টনা হয়। অফিস টাইমে দুটি বাসে মধ্যে সংগর্ষে এই দুর্ঘটনায় ক্ষোভ ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।

এদিন হাওড়াগামী ৬৩ নম্বর বাস এবং বাকসাড়া রুটের একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দাস নগরের বালিগুলির কাছে এই সংর্ঘষে দুমড় মুচড়ে যায় দুটি বাসের সামনের দিক। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।

(পড়তে পারেন। মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ করল NHRC)

যাত্রীদের ক্ষোভ, আগেও একাধিকবার বলা সত্ত্বেও ট্রাফিকে নিয়ন্ত্রণে সে ভাবে সক্রিয় নয় পুলিশ। ফলে প্রায়শই ওই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাক। সোমবারই কালিনগড় মোড়ের কাছে একটি দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন। ফের একটি পথদুর্ঘটনা বালিগুড়ি এলাকায়।
(পড়তে পারেন। ভর সন্ধ্যায় পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন)