New Washroom for Imran Khan: এবার ইমরানের জন্য জেলে নতুন ওয়াশরুম, জেনে নিন আর কী কী থাকছে তাঁর সেলে

জেলের মধ্য়েই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য তৈরি হচ্ছে নয়া ওয়াশরুম। সেই ওয়াশরুমের পাঁচ ফুট উঁচু দেওয়াল তৈরি হচ্ছে। কারণ এর আগে ইমরান খান অভিযোগ করেছিলেন, জেলের মধ্যে থাকার ব্যবস্থা অতি নিম্নমানের। খবর পিটিআই সূত্রে। জানিয়েছেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক আধিকারিক।

তোষাখানা দুর্নীতি মামলায় তিন বছরের জন্য় কারাদণ্ড হয়েছে ইমরান খানের। তবে পঞ্জাব প্রিজনস ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের তেহেরিক ইন ইনসাফের প্রধানের জন্য সব ব্যবস্থা করা হয়েছে জেলে। খবর জিও নিউজ সূত্রে।

এদিকে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সম্প্রতি জেল পরিদর্শনে যান। সেখানে তিনি ৭০ বছর বয়সি নেতার থাকার ব্যবস্থা খতিয়ে দেখেন। তবে দেখা যায় ওয়াশরুমে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে যে ঘাটতির কথা বলা হয়েছিল সেটা বাস্তবে রয়েছে।

তিনি জানিয়েছিলেন, ইমরান খান এনিয়ে আমার কাছে নালিশ করেছিলেন। ওয়াশরুমে তাঁর জন্য কোনও প্রাইভেসি নেই। এরপরকই নতুন ওয়াশরুম তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেখানে ওয়েস্টার্ন কোমোড বসানো হচ্ছে। একটি বেসিনও থাকছে। সেখানে পাঁচ ফুট উঁচু দেওয়াল থাকছে। সেখানে একটি দরজাও থাকছে।

তোষাখানা দুর্নীতি মামলায় জেলবন্দি ইমরান। তবে তাঁর এই কারাবাসের ক্ষেত্রে জেলখানার মধ্যে যে পরিষেবা রয়েছে তা নিয়ে তিনি নিজেই নালিশ করেছিলেন। এরপরই এনিয়ে নড়েচড়ে বসে জেল কর্তৃপক্ষ। দ্রুত সেখানকার পরিস্থিতি উন্নতি করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। মূলত ওয়াশরুমের হাল ফেরাতে এবার উদ্যোগী হল জেল কর্তৃপক্ষ।

তবে ইমরান বিচারপতিদের জানিয়েছিলেন, প্রিজনের সামনেই রয়েছে সিসি ক্যামেরা। সেটা আবার ওয়াশরুমকেও কভার করে। এর জেরে ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছু থাকে না। তবে এনিয়ে মুখপাত্র জানিয়েছিলেন সুরক্ষার জন্য শুধু আটক জেলে নয় সব জেলেই সিসি ক্যামেরা আছে সুরক্ষার জন্য।

সেই সঙ্গেই স্নান করার সাবান, পারফিউম, এয়ার ফ্রেশনার, তোয়ালে, টিস্যু পেপার, বিছানা, বালিশ, ম্যাট্রেশ, টেবিল, চেয়ার, এসি, এক্সট ফ্য়ান সবই আছে। তাঁর জন্য স্পেশাল খাবার দেওয়া হয়। পাঁচজন চিকিৎসক রয়েছেন তাঁর জন্য। একজন করে ডিউটিতে থাকেন। তাঁর জন্য ফল, খেজুর, মধু, কোরান সব থাকে।

তবে ইমরানের স্ত্রীর আশঙ্কা জেলে তাঁর স্বামীকে বিষ পান করানো হতে পারে।