মাত্র ৬ টাকায় উবারে ভ্রমণ! অবাক করা ছাড়ে বিস্মিত সকলেই

মাত্র ৬ টাকায় ক্যাবে ভ্রমণ। এমনই একটি আশ্চর্য ঘটনার সাক্ষী হলেন বেঙ্গালুরুর এক ভদ্রমহিলা। বেঙ্গালুরুতে যানজট এক অতিসাধারণ বিষয়। বিশেষ করে কাজের দিন গুলিতে অর্থাৎ, সোমবার থেকে শনিবার রাস্তাঘাটের যানজট সাধারণ মানুষকে নাজেহাল করে তোলে। এখানকার অফিস কর্মচারীদের অফিসে পৌঁছানো কিংবা সন্ধ্যার সময় বাড়ি ফেরা যেন প্রতিদিনের চ্যালেঞ্জ। এই প্রবল যানজট থেকে বাঁচার জন্য অনেকেই ক্যাব ব্যবহার করেন। সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যাব পরিষেবাও আগের তুলনায় উন্নত হয়েছে।

টুইটটি দেখুন:

এই পরিস্থিতিতেই একটি আশ্চর্যজনক টুইট ইন্টারনেটের দুনিয়ায় ছড়িয়ে পড়ে সম্প্রতি। বেঙ্গালুরুবাসী একজন মহিলা তার টুইটার অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশটের মাধ্যমে জানান যে, মাত্র ছয় টাকায় তিনি উবারে চড়ে গন্তব্যে পৌঁছেছেন। এই টুইটটি দেখে বেঙ্গালুরুতে বসবাসকারী সাধারণ মানুষ কার্যত বিস্মিত। এই মহিলা তার এক্স অ্যাকাউন্ট থেকে (যেটি আগে টুইটার নামে পরিচিত ছিল) যে স্ক্রিনশট পোস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে আসল ভাড়া ৪৬.২৬ টাকা হলেও ভাড়ার পরিমাণ দেখাচ্ছে মোটে ৬ টাকা। কিন্তু কেন এই বিপুল পরিমাণ ছাড়? ভাড়া ৪৬.২৬ টাকা থেকে কমে ৬ টাকা হাওয়ার আসল কারণ একটি প্রচারমূলক কোডের ব্যবহার৷ কারণ যাই হোক দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এইরকম কম ভাড়ায় ক্যাবে যাতায়াত বেঙ্গালুরু বাসিন্দাদের কাছে অতিবিরল এক ঘটনা।

 অনেক এক্স ব্যবহারকারী এই পোস্টের নীচে তাদের অভিজ্ঞতাও শেয়ার করেন। একজন এক্স ব্যবহারকারী বলেন, গতকাল তিনিও ৩৫ শতাংশ ছাড় পেয়েছিলেন ক্যাব রাইডে, কিন্তু কোনও ড্রাইভার তার সেই রাইডটি গ্রহণ করেনি। অন্য একজন এক্স ব্যবহারকারী কমেন্ট করে বলেন যে, অনেক আগে তিনি এই রকম একটি কুপন কোড পান, যেটি ব্যাবহার করে তিনি মাত্র ৬০ টাকায় ভ্রমণ করেছিলেন। মাঝে মধ্যে কম খরচে গন্তব্যে পৌঁছানো গেলে কার না ভালোলাগে বলুন!