রুশ সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্তে রহস্য

শব্দের চেয়ে দ্বিগুণ গতির রাশিয়ার একটি সুপারসনিক বোমারু যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে ড্রোন হামলায়। মস্কোর দাবি, ইউক্রেনের একটি ড্রোন ছোট অস্ত্র দিয়ে আঘাত হানে। বিবিসি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে তাপোলেভ টিইউ-২২ যুদ্ধবিমানে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনায় বড় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার না করায় রহস্য তৈরি হয়েছে।

এরপরই মেয়ের সের্গেই সোবানিয়ায় জানিয়েছেন, মস্কো অঞ্চলে দুইটি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষাবাহিনী। ইউক্রেন সীমান্তের উত্তর-পূর্বে ব্রায়ানস্ক অঞ্চলে দু’জনকে আটকও করা হয়েছে।

সুপারসনিক বোম্বারে হামলার ঘটনায় তিনটি বড় বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে শেরেমেতিয়েভো ও ডোমোদেডোভোত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টিইউ-২২ বোম্বারটি ইউক্রেনের বিভিন্ন শহর ও অঞ্চলে হামলায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘মস্কোর স্থানীয় সময় সকাল ১০টার দিকে হেলিকপ্টার ধরনের ড্রোন নিয়ে হামলা চালায় কিয়েভ। এতে আমাদের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু সন্ত্রাসী হামলায় কেউ হতাহত হননি। বিমানবাহিনীর পার্কিংয়ের আগুন দ্রুত নেভানো হয়।’

 তবে হামলার ঘটনায় ইউক্রেন দায় স্বীকার করেনি।

টিইউ-২২ বোম্বারের সংস্করণটি ঘণ্টায় ২ হাজার কিলোমিটার গতিতে ছুটিতে পারে। বহন করতে পারে ২৪ হাজার কেজির গোলাবারুদ। সিরিয়া, চেচনিয়া, জর্জিয়া এবং ইউক্রেনে ব্যবহার করেছে মস্কো। গত জানুয়ারিতে এই বোম্বার থেকে ক্ষেপণাস্ত্র চালিয়ে ইউক্রেনের ডিনিপ্রোর একটি আবাসিক ভবনের ৩০ জনকে হত্যা করা হয়। সূত্র: বিবিসি