Shikhar Dhawan Picks His Dream Eleven, Claims Virat Kohli As The Best Batter

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ওপেনার হিসাবে ধরা হয় তাঁকে। ভারতের হয়ে আইসিসি টুর্নামেন্টগুলিতে তাঁর পারফরম্যান্স ঈর্ষণীয়। সেই শিখর ধবনই (Shikhar Dhawan) নিজের স্বপ্নের একাদশ বাছতে বসলেন। সেই একাদশ বাছতে বসে তাঁর ভারত তথা দিল্লি রঞ্জি দলের সতীর্থ বিরাট কোহলিকেই (Virat Kohli) বিশ্বের সেরা ব্যাটার বলে দাবি করেন।   

সেরা একাদশ বাছতে বসে শিখর ধবন আইসিসিকে নিজের পছন্দের পাঁচ ক্রিকেটারের নাম বলেন। সেই তালিকায় বর্তমান ভারতীয় দলের দুই স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মা (Rohit Sharma), উভয়ই রয়েছেন। এই বিষয়ে ব্যাখা করতে গিয়ে তিনি বলেন, ‘সবার প্রথমে অবশ্যই আমি বিরাটকে বাছব। ও বিশ্বের সেরা ব্যাটার এবং বহুদিন ধরেই পাগলের মতো রান করেই চলেছে। রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। আইসিসি টুর্নামেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ়, ও প্রচুর রান করেছে।’

এই দুই ভারতীয় তারকার পাশাপাশি তিনি নিজের স্বপ্নের দলে অস্ট্রেলিয়ান বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও আফগানিস্তানের মহাতারকা ক্রিকেটার রশিদ খানকেও সামিল করেছেন। এই বিষয়ে ব্যাখা দিয়ে শিখর বলেন ‘আমি মিচেল স্টার্ককে বাছব, কারণ ও বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। চতুর্থ ক্রিকেটার হিসাবে আমি রশিদ খানকে বাছাই করব। আমি নিশ্চিত আসন্ন বিশ্বকাপে প্রচুর উইকেট নেবে এবং ম্যাচে প্রভাব ফেলবে।’

তবে পড়শি দেশের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) তিনি নিজের স্বপ্নের দলে রাখেননি। ডান হাতি, বাঁ হাতি বোলারের বিকল্প বজায় রাখার জন্যই তিনি শাহিনকে দলে রাখেননি বলে দাবি শিখরের। ‘শাহিন আফ্রিদিকে আমি দলে রাখছি না, কারণ সেক্ষেত্রে দলে দুইজনই বাঁ হাতি ফাস্ট বোলার হয়ে যাবে। তাই আমি রাবাদাকে দলে নেব। রাবাদার বলে বাড়তি গতি আছে এবং ও বেশ ভাল বাউন্সও পায়। ওর বাড়তি গতি ও বাউন্স সামলাতে কিন্তু ব্যাটারদের বেশ বেগ পেতে হবে। ‘ বলেন শিখর।

প্রসঙ্গত, শিখরের আইসিসি রেকর্ড বেশ ভাল হলেও, তিনি কিন্তু আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে নেই এবং বিশ্বকাপের চিন্তাভাবনায়ও যে তিনি নেই, তা সোমবারের সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ও দারুণ প্রতিভা, ভারতের জার্সিতে রিঙ্কুর পারফরম্যান্স দেখে মুগ্ধ সৌরভ