Trump threatens India: ভারতে হার্লে ডেভিডসন-সহ মার্কিন পণ্যের দাম কমাতে হবে, নাহলে……, হুমকি ট্রাম্পের

ভারতে হার্লে ডেভিডসন-সহ মার্কিন পণ্যের দাম কমানোর দাবি তুললেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ভারতের বাজারে আইকনিক হার্লে-ডেভিডসনের মোটরসাইকেল-সহ নির্দিষ্ট কয়েকটি মার্কিন পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপানো হচ্ছে। তার ফলে ভারতীয় বাজারে কয়েকটি মার্কিন পণ্যের দাম বেশি পড়ছে। অথচ আমেরিকার বাজারে যখন কোনও ভারতীয় পণ্য আসছে, তখন কোনও শুল্ক ধার্য করা হচ্ছে না। এই দ্বিচারিতা চলতে পারে না বলে দাবি করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দেন, ২০২৪ সালে ফের আমেরিকায় ক্ষমতায় এলে ভারতীয় পণ্যের উপরও চড়া হারে শুল্ক ধার্য করবেন।

ফক্স বিজনেস নিউজের একটি সাক্ষাৎকারে সার্বিকভাবে ভারতকে কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। ভারতের শুল্ক হার নিয়ে উষ্মাপ্রকাশ করেন। তিনি বলেন, ‘আরও একটি বিষয় হল যে আমি (দু’দেশে) একইরকমের শুল্ক ব্যবস্থা শুরু করতে চাই। যদি ভারত উচ্চহারে (শুল্ক চাপায়, তাহলে আমরাও তাই করব)। চড়া হারে শুল্ক চাপায় ভারত। আমি হার্লে-ডেভিডসনের ক্ষেত্রে এটা দেখেছি। আমি বলছিলাম যে ভারতের মতো জায়গায় কীভাবে এগিয়ে যাবেন? কেন? ওরা ১০০ শতাংশ, ১৫০ শতাংশ এবং ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে থাকে।’

আরও পড়ুন: Bypass Metro work traffic diversion: গাড়ি ঘোরানো হচ্ছে বাইপাসে, অনুমতি এলেই এই সপ্তাহে শুরু মেট্রোর কাজ, কতদিন চলবে?

তিনি আরও বলেন, ‘ওরা (ভারত) ভারতীয় মোটরবাইক বিক্রি করতে হবে। ওরা আসলেই বাইক তৈরি করে, একটা ভারতীয় মোটরবাইক। ওরা কোনও কর, কোনও শুল্ক ছাড়াই আমাদের দেশে ওরা (মোটরবাইক) বিক্রি করতে পারে। অথচ আপনি যখন হার্লে তৈরি করে ওখানে পাঠিয়ে দেন….। আমি বলছি যে কেন ভারতের সঙ্গে ব্যবসা করা হবে না? (ভারতে) শুল্ক এত বেশি যে কেউ সেটা করতে চায় না। ওরা (ভারত) চায় যে আমরা ওখানে গিয়ে কারখানা তৈরি করি। তাহলে আমাদের কোনও শুল্ক দিতে হবে না।’

সেখানেই থামেননি ট্রাম্প। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ওরা (ভারত) বলে যে এটা ঠিক নয়। কিন্তু এটা আমাদের ক্ষেত্রে ভালো চুক্তি নয়। ঠিক আছে? এটা আমাদের পক্ষে ভালো চুক্তি নয়। আমি ওদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলাম। কিন্তু চড়া হারে শুল্ক চাপায় ভারত। চড়া হারে শুল্ক চাপায় ব্রাজিল। আমি বলতে চাইছি যে অত্যন্ত চড়া হারে শুল্ক চাপানো হয়।’ তিনি আরও বলেন, ‘যদি ভারত ২০০ শতাংশ (শুল্ক) চাপায়, আমরা ওদের পণ্যের ক্ষেত্রে কোনওরকম শুল্ক চাপায়নি। আমরা কি ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারি? না স্যার, ওটা মুক্ত বাণিজ্য নয়। আমরা ওদের উপর ৫০ শতাংশ শুল্ক চাপাতে পারি না? না স্যার, ২৫ শতাংশ, ১০ শতাংশ বা অন্য কিছু?’

আরও পড়ুন: ভারতে রয়েছেন প্রিয়জন, আমেরিকা থেকে হিন্দিতে ফোনে কথা বলেছিলেন ইঞ্জিনিয়ার, চাকরি খেয়ে নিল কোম্পানি

তারপর আরও স্পষ্টভাবে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ‘যদি আমাদের উপর শুল্ক চাপায় ভারত, তাহলে আমি একটা জিনিস বলতে চাই যে….তাহলে আমরাও পালটা দিতে চাই। আপনার যা ইচ্ছা, সেটাই বলতে পারেন। কিন্তু ওরা যদি আমাদের উপর শুল্ক চাপায়, তাহলে আমরাও ওদের উপর শুল্ক চাপাব।’