নেপালে বাংলাদেশকে তিনটি সোনা এনে দিলেন শাটলাররা

নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশীয় জুনিয়র ব্যাডমিন্টনে এবার ভারত নেই। তাই বাংলাদেশের স্বর্ণ জয়ের সম্ভাবনা ছিল প্রবল। জিতলোও সোনা, একটি নয়, তিনটি।

গত বছর এই প্রতিযোগিতায় দ্বৈত ইভেন্টে ভারতের শাটলারদের হারিয়ে সোনা জিতেছিলেন সিফাত উল্লাহ ও মোস্তাকিম আহমেদ। এই দুজন এবারও ছিলেন। তবে মোস্তাকিম অনূর্ধ্ব-১৫ গ্রুপে। আর সিফাত খেলছেন অনূর্ধ্ব-১৭ তে, সেখানেই এককে শ্রীলঙ্কার শাটলারকে হারিয়ে সোনা পেলেন।

রাজন হাওলাদারের সঙ্গে দ্বৈতে জুটি গড়ে সিফাত আরেকটি সোনা জিতেছেন নেপালের দুই শাটলারকে হারিয়ে। বাংলাদেশের তৃতীয় সোনা এসেছে অনূর্ধ্ব-১৫ গ্রুপে। সেখানে ফাইনালে ছিল বাংলাদেশের দুজন, তাতে নিশ্চিত হয়ে যায় সোনা। মোস্তাকিমকে হারিয়ে প্রথম হন ওয়ালিউল্লাহ।