শ্রমিক কল‌্যাণ আইনের আওতায় কারা?‌ বিধানসভায় নতুন বিল আনছে রাজ্য সরকার

মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আর তার জেরে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এই মৃতদের মধ্যে বাংলার শ্রমিক আছে বলে খবর মিলেছে। মালদার শ্রমিক এখানে আছেন বলে খবর। তবে এবার শ্রমিক কল্যাণ আইনের আওতায় আরও বেশি করে মানুষজনকে নিয়ে আসতে নয়া বিল আনছে রাজ্য সরকার। সেক্ষেত্রে শ্রমিকরা অনেক সুযোগ–সুবিধা পাবেন।

এদিকে শ্রমিক কল‌্যাণ তহবিল আইন ছিলই। এবার সেটাকে আরও সময়োপযোগী করতে সংশোধনী বিল আনল রাজ‌্য সরকার। বিধানসভায় ইতিমধ্যেই এই সংশোধনী বিল পেশ করেছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। সেখানে শ্রমিকদের জন্য বাড়তি স্বার্থ দেখা হয়েছে। যাতে শ্রমিকরা বিপদে পড়লে বা অসময়ে আর্থিক সুবিধা পান সেটাও উল্লেখ করা হয়েছে। আগে কম রোজগার যাঁরা করতেন তাঁরা এই শ্রমিক কল্যাণ তহবিলের অন্তর্ভূক্ত হতেন। এখন যাঁরা মধ্যম আয় করেন এমন শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে বলে খবর।

অন্যদিকে নতুন যে বিল আনা হচ্ছে সেখানে এবার থেকে মাসে ১০ হাজার টাকা পর্যন্ত বেতনের শ্রমিকরাও এই তহবিলের অন্তর্ভূক্ত হচ্ছেন। এখন আইনে মাসিক ১৬০০ টাকা বেতনের শ্রমিকরাই এই তহবিলের সুবিধা পেয়ে থাকেন। সেটা এবার পরিবর্তন করা হবে। আর এই সংশোধনী বিলে নিয়োগকর্তা বা নিয়োগ সংস্থার পক্ষ থেকে শ্রমিক কল‌্যাণ বাবদ প্রদেয় অর্থ জমা দেওয়ার জন‌্য একটি পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুদানের অর্থ জমা দেওয়ার সময় কোনও ‘চার্জ’ ধার্য হলে সেটিও নিযোগ সংস্থাকেই বহণ করতে হবে। যাতে শ্রমিকের উপর বোঝা না চাপে।

আরও পড়ুন:‌ পুরসভা নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মন্ত্রীকে তলব করল সিবিআই, স্পিড পোস্টে গেল চিঠি

আর কী জানা যাচ্ছে?‌ ১৯৭৪ সালের আইনে আছে ওই শ্রমিক কল্যাণের অর্থ জমা না দিলে নিয়োগকারীর এক বছর পর্যন্ত কারাদণ্ড বা দু’হাজার টাকা জরিমানা বা একসঙ্গে দুটি শাস্তিই হবে। সেখানে নতুন বিলে কারাদণ্ডের প্রসঙ্গটি তুলে তার বদলে অর্থ জমা না দেওয়া হলে প্রথম বছর ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় বছর থেকে ৫০ হাজার টাকা করে জরিমানার কথা বলা হয়েছে। তাতে অবশ্য আপত্তি তুলেছে বিরোধীরা। শিলিগুড়ির বিজেপি সাংসদ শংকর ঘোষ আপত্তি তুলে বলেছেন, কারাদণ্ডের বিষয়টি রাখতে হবে। আর ১০ হাজার টাকাটা তখনকার সঙ্গে এখনকার হিসাবে সমতুল্য কিনা সেটা খতিয়ে দেখতে হবে।