Pakistan Fawad Hussain: ভারতকে নিয়ে আর মজা নয়! চন্দ্র অভিযানে সফল হতেই সুর বদল প্রাক্তন পাক মন্ত্রীর, লিখলেন, গুড লাক!

চন্দ্রযান ছুঁয়েছে চাঁদের মাটি। গোটা ভারত জুড়ে খুশির জোয়ার। একেবারে সময় ধরে চাঁদের মাটি ছুঁয়ে ফেলল ভারত। ২০২৩ সালের ২৩শে অগস্ট চাঁদের মাটিতে সফলভাবে নামল চন্দ্রযান-৩। দক্ষিণ মেরুতে নামল ভারতের চন্দ্রযান-৩। কিন্তু সফল হল ভারত, পাকিস্তানে তার প্রতিক্রিয়া কেমন?

ফাওয়াদ হুসেন নামে এক পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী টুইট করে জানিয়েছেন, ইসরোর জন্য কী ভালো মুহূর্ত! চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে নেমে পড়ল। আমি দেখলাম ইয়ং বিজ্ঞানীরা উচ্ছাস প্রকাশ করছেন। ইসরোর চেয়ারম্যান সোমনাথের সঙ্গে তাঁরা উচ্ছাস প্রকাশ করছেন। একমাত্র যুব সমাজ যারা স্বপ্ন দেখতে পারেন তারাই এই পৃথিবীকে বদল আনতে পারেন। গুড লাক! লিখেছেন তিনি।

 

তবে এর আগে একাধিকবার তাঁকে চন্দ্রযান অভিযান নিয়ে মজা করতে শোনা গিয়েছিল। এমনকী তিনি বলেছিলেন, ‘চাঁদ তো দেখাই যায়, ওখানে গিয়ে কী হবে!’ তবে এবার সুর বদল করলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী।

পাকিস্তানে যাতে চন্দ্রযান ৩-এর অবতরণ লাইভ দেখানো হয়, পাক মিডিয়ার কাছে সেই আবেদনও করেছিলেন ফাওয়াদ চৌধুরী। তিনি এক সোশ্যাল মিডিয়া বার্তায় লেখেন, ‘কালকে চন্দ্রযান ৩-এর অবতরণ ৬টা ১৫ মিনিটে (পাক সময়ে)। পাকিস্তানি মিডিয়ার কাছে আমার আবেদন। এই মুহূর্তের ভিডিয়ো যেন লাইভ দেখানো হয় টিভিতে। এটা পুরো মানবজাতি, বিজ্ঞান মহল এবং ভারতের মহাকাশ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত। অনেক শুভেচ্ছা।’

আর এদিন চাঁদের মাটি ছুঁতেই সুর বদল করে ইয়ং জেনারেশনকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন পাক মন্ত্রী। সেই সঙ্গে ইসরোর চেয়ারম্যানের কথাও উল্লেখ করলেন তিনি।

গোটা বিশ্ব তাকিয়ে ছিল এই চন্দ্র অভিযানে দিকে। চূড়ান্ত সফল হয়েছে ভারত। তারপরই প্রতিবেশী দেশের আইনজীবী তথা প্রাক্তন মন্ত্রী ভারতের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন।

তবে এই টুইটের পরেই অনেকেই ওই প্রাক্তন মন্ত্রীর পুরানো কিছু টুইটকে তুলে ধরে কটাক্ষ করা শুরু করেছেন। তিনি বিগতদিনে এই চন্দ্রযান অভিযানকে কীভাবে কটাক্ষ করতেন সেকথাও তুলে ধরা হয়েছে।