IND Vs IRE 3rd T20: India Look To Make A Clean Sweep, Will The Bench Warmers Might Get A Look In

ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে ইতিমধ্যেই সিরিজ় পকেটে পুরে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বুধবার, ২৩ অগাস্ট সিরিজ়ের শেষ ম্যাচে (India vs Ireland 3rd T20) মুখোমুখি হবে দুই দল। যশপ্রীত বুমরার নেতৃত্বধীন টিম ইন্ডিয়ার সামনে আইরিশদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে। তবে সিরিজ ইতিমধ্যেই জেতা হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বেঞ্চের শক্তি খতিয়ে দেখতে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের সামনে পরীক্ষা নিরীক্ষা করারও সুযোগ রয়েছে।

দীর্ঘ সময় পর মাঠে ফিরে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচেই যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণ, উভয় ফাস্ট বোলারই বেশ ভাল গতিতে বল করেছেন। পেয়েছন উইকেটও। তাঁরা যে মোটামুটি ম্যাচ ফিট তা বোঝা হয়ে গিয়েছে। তবে এশিয়া কাপ, বিশ্বকাপের পাশাপাশি সামনেই এশিয়ান গেমসও রয়েছে। সেই টুর্নামেন্টে সুযোগ পাওয়া বেশ কিছু খেলোয়াড় এই সিরিজ়েও রয়েছেন। তাঁদের পরখ করে নেওয়া ও ম্যাচ প্র্যাক্টিস দেওয়ার প্রয়োজনীয়তাও রয়েছে। 

শাহবাজ আমেদ, জীতেশ শর্মা, আবেশ খান, মুকেশ কুমাররা এখনও পর্যন্ত এই সিরিজ়ে একটি ম্যাচেও সুযোগ পাননি। মুকেশ অবশ্য সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ় সফরে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তবে শাহবাজ খেলেননি। জীতেশ এখনও আন্তর্জাতিক অভিষেক ঘটাননি। সঞ্জু স্যামসনকে বসিয়ে বা স্রেফ ব্যাটার হিসাবে জীতেশকে একবার পরখ করে দেখে নেওয়াই যেতে পারে। ম্যাচ ফিটনেসের কথা মাথায় রেখে বুমরা, প্রসিদ্ধও হয়তো এই ম্যাচ খেলবেন। তবে আবেশ খান টানা সাত ম্যাচ বেঞ্চে বসে। তিনি আবার এশিয়ান গেমসের স্কোয়াডেও রয়েছেন। তাঁকে এশিয়ান গেমসের আগে একবার পরখ করে দেখে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের বাইরে বসার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে।

বোলিং বিভাগে কিছু রদবদল ঘটতে পারলেও অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সামলানো সীতাংশু কোটাকের নেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বিভাগে খুব বেশি ফের বদল করবে বলে মনে হয় না। রুতুরাজ, স্যামসন, রিঙ্কু সিংহরা কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালই খেলেছিলেন। আর প্রথম ম্য়াচে বৃষ্টি বিঘ্ন ঘটানোয় তাঁরা তেমন সুযোগ পাননি। এবার দেখার শেষমেশ কারা এই ম্যাচে সুযোগ পান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভারতের সেরা বোলার বিরাট কোহলি!