Message from NASA: অভিনন্দন ইসরো!পালকের মতো চাঁদের বুকে নেমেছে আপনাদের চন্দ্রযান, কুর্নিশ করল নাসা

আগেই লিখেছিল নাসা। ফলাফলের অপেক্ষায় আমরা। তবে ফলাফল কিন্তু ভালোই হয়েছে। চাঁদের মাটিতে নেমেছে চন্দ্রযান। শুভেচ্ছা জানাচ্ছে গোটা বিশ্ব। এবার নাসা থেকেও এল শুভেচ্ছা। সেখানে লেখা হয়েছে, অভিনন্দন ইসরো। আপনাদের চন্দ্রযান-৩ এর চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে নেমেছে। ভারততে অভিনন্দন। ভারত হল চতুর্থ দেশ যারা সফলভাবে কোনও মহাকাশযানকে একেবারে সফট ল্যান্ড করিয়েছে চাঁদের মাটিতে। এই মিশনে আপনাদের অংশীদার হতে পেরে খুব আনন্দ লাগছে। নাসা এক্স প্লাটফর্মে একথা জানিয়েছে।

 

কার্যত ভারতের এই সাফল্য়ে অভিনন্দন জানিয়েছে নাসা। ইসরোর একটি টুইটকেও তুলে ধরেছে নাসা। যেখানে লেখা হয়েছিল, চন্দ্রযান-৩ মিশন। ইন্ডিয়া। আমি আমার গন্তব্য়ে পৌঁছে গিয়েছি। আর তুমিও পৌঁছেছ। চন্দ্রায়ন-৩। চন্দ্রায়ন ৩ সফলভাবে সফল ল্যান্ড করেছে চাঁদের মাটিতে। অভিনন্দন ভারত। লিখেছিল ইসরো। সেই টুইটতে তুলে ধরে ইসরোকে শুভেচ্ছা জানাল নাসা।

এদিকে আগে থেকেই এই চন্দ্রযানের দিকে নজর রাখছিল নাসা। বলা ভালো একেবারে অধীর আগ্রহে অপেক্ষা। নাসা প্রধান বিল নেলস এক সোশ্যাল মিডিয়া বার্তায় লিখেছিলেন, ‘চন্দ্রযান ৩ উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে (ইসরো) অভিনন্দন। চাঁদ পর্যন্ত নিরাপদ যাত্রার জন্য শুভ কামনা। আমরা এই মিশনের বৈজ্ঞানিক ফলাফলের জন্য অপেক্ষা করছি। আর্টেমিস অ্যাকর্ডে নেতৃত্ব প্রদান করছে ভারত!’

কার্যত গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে ভারত। এবার চাঁদের মাটিতেও ভারতের উপস্থিতি। গোটা বিশ্ব কার্যত হতবাক ভারতের সাফল্যে। জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের দিকে এগোচ্ছে ভারত। একেবারে ক্ষুরধার প্রতিযোগিতা। তবে মহাকাশ গবেষণায় এক লপ্তে অনেকটাই এগিয়ে গেল ভারত।