Muslim Deputy CM In Bengal: ‘মুখে ভালোবাসা নয়, মুসলিম উপমুখ্যমন্ত্রী রাখুন,’ তৃণমূলকে চাপে ফেললেন কৌস্তভ

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণে যে নেতাদের নাম সবার আগে সামনে আসে তার মধ্য়ে অন্যতম হলেন কৌস্তভ বাগচি। ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন কৌস্তভ। সেখানে তিনি লিখছেন, রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে মুখে মুখে ভালোবাসার কথা বলে লাভ নেই মাননীয়া। অবিলম্বে রাজ্য মন্ত্রিসভায় একজন মুসলিম উপ মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রীকে শপথ নিতে দেখতে চায় এই রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ।

একদিকে ইন্ডিয়া জোট। সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী নেতৃত্বদের। রাহুল সোনিয়ার সঙ্গে একই আসনে মঞ্চ শেয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তবে কৌস্তভের এই অবস্থানে দলের কতটা সায় আছে সেটাও দেখার। তবে কৌস্তভ অবশ্য বরাবরই তৃণমূলের বিরোধিতায় একেবারে সামনের সারিতে অবস্থান করছেন।

এদিকে যেদিন ইমাম মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী সেদিনই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন কৌস্তভ। কিন্তু ঠিক কেন এভাবে মুসলিমদের প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা দিচ্ছেন কৌস্তভ?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসলে তৃণমূলের কাছে বড় ভোট ব্যাঙ্ক হল সংখ্য়ালঘু ভোট ব্যাঙ্ক। সেখানে যাতে কোনও চিড় না ধরে সেটা সবসময় খেয়াল রাখে তৃণমূল। অন্যদিকে বিজেপির কৌশলে হিন্দু ভোট মেরুকরণ হয়ে যাক এটাও চায় না তৃণমূল। সেকারণে একটা ভারসাম্যের রাজনীতি করে ঘাসফুল শিবির।

তবে ক্ষমতায় শীর্ষে না পৌঁছতে না পারা নিয়ে সংখ্যালঘুদের মধ্য়ে অসন্তোষ রয়েছে বলে নানা কথা শোনা যায়। এবার সেই বিতর্ককে কৌশলে উসকে দিলেন কৌস্তভ। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল কৌস্তভ বাগচির দলের অন্দরেই কার্যত কোণঠাসা। তৃণমূল বিরোধিতায় এভাবে তাঁর চরম অবস্থানকে দলের হাই কমান্ড কতটা ভালো চোখে দেখে সেটাও দেখার। সেই সঙ্গেই দলের ভালো পদও জোটে না তাঁর। তবুও তৃণমূল বিরোধিতা থেকে সরে আসেননি তিনি। এবার কার্যত মুসলিম উপমুখ্যমন্ত্রীর ইস্যু তুলে দিলেন তিনি।