R Praggnanandhaa Vs Magnus Carlsen Live Streaming Game 2: When And Where To Watch FIDE Chess World Cup Final?

বাকু: চাঁদ ছোঁয়ার পথে চন্দ্রযান ৩। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ইসরোর স্বপ্নের যানের। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ ঘটালে ইতিহাসে নাম তুলবে চন্দ্রযান ৩।

বিজ্ঞানে যেদিন নজির গড়ার সামনে ভারত, সেদিন ইতিহাসের হাতছানি দাবায়। দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় রাউন্ডে ম্য়াগনাস কার্লসেনের সামনে ভারতের আর প্রজ্ঞাননন্দ। জিতলেই বিরল নজির গড়বেন তিনি। বিশ্বনাথন আনন্দের ২১ বছর পর ফের কোনও ভারতীয় হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হবেন। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে এই নজির গড়বেন তিনি।

দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) কঠোর পরীক্ষার মুখে ফেলে দিয়েছেন তেইশ নম্বর তারকা, ভারতের আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। বিশ্ব চ্যাম্পিয়নশিপ দাবার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুটি নিয়ে প্রথম রাউন্ডে ড্র করেছেন প্রজ্ঞাননন্দ। ফাইনাল দুই রাউন্ডের হয়। আজ, বুধবার দ্বিতীয় রাউন্ডে জিতলেই ইতিহাস গড়বেন ভারতের দাবাড়ু। 

আজেরবাইজানের বাকুতে আজ জিতলেই প্রথমবার দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়বেন প্রজ্ঞাননন্দ। মঙ্গলবার সাদা ঘুটি নিয়ে খেলেন প্রজ্ঞাননন্দ। ইংলিশ ওপেনিংয়ে খেলে ৩৫ চালের পর কার্লসেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নেন প্রজ্ঞাননন্দ। 

তবে লড়াই সহজ নয়। কারণ, বিশ্বসেরা হওয়ার পথে প্রজ্ঞাননন্দের পথের কাঁটা কার্লসেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। মাত্র ৩২ বছর বয়সে। ২০০৪ সালে যিনি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছিলেন। বুধবার সুবিধাজনক জায়গায় থাকবেন তিনি। কারণ, কার্লসেন খেলবেন সাদা ঘুটি নিয়ে। 

বুধবার যিনি জিতবেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি পেয়ে যাবেন ১ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার পুরস্কারমূল্য। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় এক কোটি টাকা। 

২১ বছর আগে (২০০২ সালে) বিশ্বনাথন আনন্দ শেষ ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপ জিতেছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় বিশ্বখেতাব জেতেননি। সোমবার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে পৌঁছে বিশ্বখেতাব জয়ের আশা জাগিয়েছিলেন প্রজ্ঞাননন্দ। বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও, তেমনটা যে তিনি টুর্নামেন্টের শুরুতে কল্পনাও করেননি, সেকথাও জানিয়েছিলেন প্রজ্ঞাননন্দ। তবে তিনি জানিয়েছিলেন যে বিশ্বের এক নম্বর দাবাড়ুর বিরুদ্ধে লড়াই অবশ্যই করবেন তিনি। নিজের কথা রাখলেন ভারতীয় তরুণ।

কাদের ম্যাচ?

ভারতের আর প্রজ্ঞাননন্দ বনাম নরওয়ের ম্যাগনাস কার্লসেন

কোথায় খেলা?

বাকু, আজেরবাইজান

কখন ম্যাচ?

খেলা শুরু ভারতীয় সময় বুধবার বিকেল ৪.৩০

টিভিতে কোথায় দেখা যাবে?

কার্লসেন বনাম প্রজ্ঞাননন্দ ম্যাচ টিভিতে সম্প্রচার হবে না

অনলাইন স্ট্রিমিং

FIDE-র ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্য়াচের সরাসরি সম্প্রচার

আরও পড়ুন: হোয়াইটওয়াশের হাতছানি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে কি সুযোগ পাবেন শাহবাজরা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial