Namaz for Chandrayaan 3 landing: চন্দ্রযান ৩-র সাফল্য কামনায় নমাজ পাঠ, UP-র সব মাদ্রাসায় দেখানো হবে ল্যান্ডিং

চন্দ্রযান ৩-র সাফল্য কামনায় নমাজ পড়ল খুদেরা। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আজ চন্দ্রযান ৩-র ল্যান্ডার যাতে চাঁদে নিখুঁতভাবে অবতরণ করে, সেজন্য লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ায় খুদেরা নমাজ পড়েছে। ভারত যাতে ইতিহাস গড়তে পারে, সেই প্রার্থনা করা হয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, লখনউয়ের ইদগাহের খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি জানিয়েছেন যে দারুল উলুম ফারাঙ্গি মহল ইদগাহে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তাতে মাদ্রাসার প্রচুর পড়ুয়া অংশগ্রহণ করেছে। তারইমধ্যে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্যের সব মাদ্রাসায় চন্দ্রযান ৩-র ল্যান্ডিংয়ের সরাসরি সম্প্রচার করা হবে।

বিষয়টি নিয়ে এএনআইকে বলেন, লখনউয়ের ইদগাহের খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি বলেন যে ‘চাঁদে যাতে চন্দ্রযান ৩-র সফল ল্যান্ডিং হয়, ইসলামিক সেন্টার মাদ্রাসায় খুদেরা নমাজ পড়েছে। সব ধর্মেই চাঁদের আলাদা গুরুত্ব আছে। ইসলাম ধর্মেও চাঁদের বিশেষ গুরুত্ব আছে। হিন্দু ধর্মে চাঁদের বিশেষ গুরুত্ব আছে। তাই এই মিশনের প্রতি বাড়তি আকর্ষণও আছে।’ 

আরও পড়ুন: Nehru Point in Moon: চাঁদেও আছে জওহর পয়েন্ট! জানেন নেহরুর নামে কোন জায়গার নাম দিয়েছিলেন বিজ্ঞানীরা

তিনি আরও বলেন, ‘খুদেরা এখানে বিজ্ঞান নিয়ে পড়াশোনাও করছে। তাই এটা (চন্দ্রযান ৩-র ল্যান্ডিং) নিয়ে খুদেদের মধ্যে ব্যাপক কৌতূহল আছে। এটার জন্য ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর সব বিজ্ঞানী এবং আধিকারিকদের অভিনন্দন জানাচ্ছি। যদি বুধবার চাঁদে চন্দ্রযান ৩-র সফল ল্যান্ডিং হয়, তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে অবতরণের নজির গড়বে ভারত।’

উল্লেখ্য, আজ চাঁদের মাটিতে অবতরণ করেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার পা দেবে। আর সেই ইতিহাস তৈরির জন্য শেষ ২০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতবার চাঁদের নামার মাত্র ২.১ কিলোমিটার আগে স্বপ্নভঙ্গের পরে চন্দ্রযান ৩-র শেষ পথটুকু নিয়ে বাড়তি উন্মাদনা, উৎকণ্ঠা, টেনশন তৈরি হয়েছে। তবে সকলে নিশ্চিত যে এবার সাফল্য পাবে চন্দ্রযান-৩।

আরও পড়ুন: Chandrayaan 3 Landing: সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযানের অবতরণ, খাড়াই মোড় ঘুরে চাঁদমুখো হবে বিক্রম

আর চন্দ্রযান ৩-র সাফল্যের কামনায় গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনা চলছে। বিজ্ঞানের সঙ্গে মিলেমিশে গিয়েছে ধর্মীয় বিশ্বাস। কলকাতা, ভুবনেশ্বর, প্রয়াগরাজ, বারাণসী, মুম্বই, ভদোদরা, মোরাদাবাদের মতো দেশের বিভিন্ন জায়গায় পুজো-অর্চনা, যজ্ঞ, হোম করা হয়েছে। শুধু ভারত নয়, বিদেশেও পুজো করেছেন অনাবাসী ভারতীয়রা। আমেরিকার ভার্জিনিয়ার একটি মন্দিরে পুজোর আয়োজন করা হয়। লন্ডনের আদ্যাশক্তি মাতাজি মন্দিরে বিশেষ প্রার্থনা সভায় ভারতীয় পড়ুয়া এবং গবেষকরা যোগ দেন।