বাইডেনের কাছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ ভারত, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

বিশ্বের মধ্যে ভারত তাঁর কাছে গুরুত্বপূর্ণ দেশ, এমনটাই মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের মতের কথা জানালেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। একথা আমেরিকার প্রেসিডেন্ট নিজে তাঁকে জানিয়েছেন,বলে অনুষ্ঠানে জানিয়েছেন গারসেটি।

তিনি বলেন,’যখন আমাকে ভারতে পাঠানো হয়, তখন তিনি বলেন, বিশ্বের মধ্যে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ দেশ। আমার মনে হয় আমেরিকার কোনও প্রেসিডেন্ট এই ভাবে দুদেশের মধ্যে মধ্যে সম্পর্ক নিয়ে এতো উদ্বেল ছিলেন না।’ তিনি আরও বলেন, ‘আমেরিকার করদাতাদের মধ্যে ৬ শতাংশ ইন্দো-আমেরিকান।’

(পড়তে পারেন। দক্ষিণ আফ্রিকায় ‘বোন’ খুঁজে পেলেন মোদী, ব্রিকস সম্মেলনের মাঝে পরলেন রাখি)

এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন,’প্রযুক্তি থেকে ব্যবসা, পরিবেশ থেকে নারীর ক্ষমতায়ন, ছোট ব্যবসা থেকে মহাকাশ আমরা বলি আকাশই আমাদের সর্বোচ্চ সীমা। কিন্তু এখন আমরা মহাকাশে দুই দেশ একসঙ্গে কাজ করছি। তাই আকাশ সীমাও আমরা পেরিয়ে গিয়েছি।’ মার্কিন রাষ্ট্রদূতের ব্যাখ্যায় ভারত ও আমেরিকা দুটি শক্তিশালী দেশ যারা বিশ্বকে আরও এগিয়ে নিয়ে যাবে।

গারসেটি স্মৃতিচারণ করে বলেন, যুবা বয়েসে তিনি বুদ্ধগয়ায় আসতে চেয়েছিলেন, বুদ্ধধর্ম নিয়ে পড়াশুনা করতে। কিন্তু ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ায় ভারতে আসার স্বপ্ন অকালে মরে যায়। তবে কেউ স্বপ্ন দেখলে এই বিশ্ব নানা কৌশলে তাঁকে তাঁর স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেয়। তিনি বলেন,’আমি এখন সেই স্বপ্নে বাস করছি।’ ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে গারসেটি সদ্য একশ দিন পূরণ করেছেন।