Chess World Cup 2023: R Praggnanandhaa Wary Of Playing Back To Back Tie Breaks Wants Rest Before Final Showdown Vs Magnus Carlsen

বাকু: বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে ভারতের বিস্ময়বালক রমেশবাবু প্রজ্ঞাননন্দের (R Praggnanandhaa) দুরন্ত লড়াই অব্যাহত। প্রথম গেমের পর দাবা বিশ্বকাপের ফাইনালের (Chess World Cup 2023) দ্বিতীয় গেমও ড্র হল। কার্লসেন নাকি শুরু থেকেই ড্রয়ের জন্য খেলছিলেন বলে দাবি প্রজ্ঞাননন্দের। 

গেম ২-র পর ভারতীয় দাবাড়ু বলেন, ‘ও যে ড্রয়েরর জন্য খেলবে সেটা বুঝতে পারিনি। তবে কয়েকটা চালের পরেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। সেটা নিয়ে আমার যে খুব একটা সমস্যা ছিল তা নয়। তবে আমি ভীষণ ক্লান্ত। কাল (বৃহস্পতিবার) নিজের সবটা দেওয়ার পর আমি অবশেষে বিশ্রাম নিতে পারি।’ পরপর রাউন্ডে টাই ব্রেকার খেলায় তিনি ক্লান্ত বলেই জানান প্রজ্ঞাননন্দ। তবে ফাইনাল জয়ের জন্য বদ্ধপরিকর তিনি এবং সেই লক্ষ্যে ক্লান্তি কাটিয়েই ফের পুরো উদ্যম নিয়ে জয়ের জন্য ঝাঁপাবেন বলে জানান প্রজ্ঞাননন্দ।

‘কাল আমি ফ্রেশ মাথায় আবার খেলা শুরু করতে চাই। পরপর প্রচুর টাইব্রেকার তো খেলেছি, তাই ক্লান্তি দূর করাটা দরকার। অনেকগুলি গেম হতে পারে বা ছোট ছোট গেমও হতে পারে, আমাকে সবকিছুর জন্যই তো তৈরি থাকতে হবে।’ বলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। একদিকে প্রজ্ঞাননন্দ যেখানে ক্লান্তির সঙ্গে লড়াই করছেন, সেখানে তাঁর প্রতিপক্ষ ম্যাগনাস কার্লসেনেরও স্বাস্থ্য খুব একটা ভাল নয়। হালেই তাঁর ফুড পয়েজ়িনিং হয়েছিল বলে দাবি করেন বিশ্বের এক নম্বর দাবাড়ু।

 

কার্লসেন বলেন, ‘ওর তো টাইব্রেক ম্যাচ খেলতে হয়েছে। সেখানে আমি আগেরদিন বিশ্রামেই ছিলাম। তাই সেক্ষেত্রে আমার একটু বাড়তি সুবিধা পাওয়ারই কথা। তবে বিগত কয়েকদিন ধরে আমার নিজের শরীরই খুব খারাপ। আবাসভের বিরুদ্ধে ম্যাচের পর আমার ফুড পয়েজ়িন হয়েছিল। আমি তো তেমনভাবে কিছু খেতেই পারিনি। তাই বাধ্য হয়েই আমায় শান্ত থাকতে হয়েছে, কারণ উত্তেজিত হওয়ার মতো শক্তিই নেই আমার মধ্যে। শুরুতে যেভাবে সমস্যাগুলির সমাধান বের করেছি, এবং তাতে যা ফলাফল হয়েছে, আমি খুশি।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রথমবার টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিতেই সিরিজ় জয়, অধিনায়কত্বের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বুমরা