হঠাৎ জরুরি বৈঠকের ডাকলেন রাজ্যপাল, রাজভবনে পৌঁছলেন যাদবপুরের উপাচার্য

আজ, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল। আন্দোলনে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। সিসিটিভি বসানোর চাপ বেড়েছে উপাচার্যের উপর। এখন নতুন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। আর বুদ্ধদেব সাউ উপাচার্য হওয়ার পর লাগাতার সিসিটিভি বসানোর জন্য চাপ বাড়তে থাকে। তাতে মেজাজ হারান তিনি। তবে তিনিও আজ হাজির হয়েছেন রাজ্যপালের ডাকা বৈঠকে। রাজভবনে পৌঁছেছেন উপাচার্য।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সকালে রাজভবনে বৈঠক ডেকেছেন সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে রাজভবনে ডাকা এই বৈঠককে জরুরি বৈঠক হিসাবেই ধরা হচ্ছে। সকালেই রাজভবনে পৌঁছন যাদবপুরের নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ। এখন কোন পদক্ষেপ করতে হবে?‌ সেটা বুঝিয়ে দেবেন রাজ্যপাল বলে সূত্রের খবর। কারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরানো এবং নতুন উপাচার্য নিয়োগ সবটাই করছেন আচার্য হিসাবে সিভি আনন্দ বোস।

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে গোটা বাংলা। তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৩ জন গ্রেফতার হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন সেই রাতে ব্যবস্থা নেয়নি?‌ এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কী হয়েছিল সেই রাতে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশের হোমিসাইড শাখা। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই এখন নানা পদক্ষেপ করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই বৃহস্পতিবার সকালে রাজভবনে জরুরি বৈঠক ডাকেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে হাজির হন বুদ্ধদেব সাউ।

আরও পড়ুন:‌ ‘‌রবীন্দ্রনাথ নিজেই অশিক্ষিত’‌, শান্তিনিকেতনের উপাসনা মন্দিরে উপাচার্যের ভাষণে বিতর্ক

আর কী জানা যাচ্ছে?‌ যাদবপুর কাণ্ড নিয়ে আগেও রাজভবনে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই গঠন করা হয়েছিল অ্যান্টি ব়্যাগিং কমিটি। কমিটির দায়িত্বে বসানো হয় রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে। তিনিও রয়েছেন আজকের বৈঠকে। ইতিমধ্যেই আর একটি ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে বাংলায়। সেটা হল ফরেনসিক দফতর পুলিশকে কিছু ছবি রিকভার করে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যেসব ছাত্র এবং প্রাক্তনী গ্রেফতার হয়েছে তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সেখানে ডিলিট করা হয় বহু ছবি। কিন্তু রিকভার করা হতেই দেখা যায়, মেন হস্টেলে চলত গাঁজার চাষ। এই নিয়ে কথা হতে পারে এই বৈঠকে।