Wrestling Federation India WFI Membership Suspended By United World Wrestling UWW

নয়াদিল্লি: সময়ে প্রয়োজনীয় নির্বাচন আয়োজন করে, বোর্ড গঠন করতে পারেনি ভারতীয় কুস্তি সংস্থা (Wrestling Federation of India)। সেই কারণেই বিরাট শাস্তির মুখে পড়তে হল তাদের। কুস্তির সর্বোচ্চ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (United World Wrestling) তরফে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হল। এই বিষয়ে ভারতীয় অলিম্পিক্স কর্তৃপক্ষকে চিঠিও পাঠিয়েছে কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শীঘ্রই আইএ-র তরফে একটি বৈঠকের আয়োজন করা হবে, যেখানে এই চিঠির কী জবাব দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করা হবে।

বেলগ্রেডে আয়োজিত আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয় দল বিশ্ব কুস্তি সংস্থার পতাকা নিয়েই প্রতিযোগিতা করবে।  এ বছরের জুন মাসের মধ্যেই ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন আয়োজনের কথা ছিল। কিন্তু একের পর এক বিতর্কে জড়ানোয় তা সম্ভব হয়নি। ভারতীয় কুস্তিগীরদের বিক্ষোভ এবং না না রাজ্য সংস্থার সরকারি চিঠির ফলে ক্রমশ পিছিয়েছে নির্বাচন। ১২ অগাস্ট ভারতীয় কুস্তি সংস্থার ১৫টি পজিশনে নির্বাচন হওয়ার কথা ছিল। সোমবারই নয়াদিল্লির অলিম্পিক ভবনে বোর্ডপ্রধান হওয়ার জন্য চার জন মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন বিদায়ী প্রধান ব্রিজভূষণ সিংহের ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয় সিংহও।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কলকাতা ফুটবল লিগে টালিগঞ্জের বিরুদ্ধে বড় জয় মহামেডানের