Calcutta High Court: ‘যাদবপুরে ১৪৪ ধারা জারি করেছেন? কোন প্রসঙ্গে রাজ্যকে এই কথা বলল হাইকোর্ট

মামলা চলছিল খেজুরিতে ১৪৪ ধারা জারি করা নিয়ে। আর সেই মামলার সওয়াল জবাবের মাঝেও ফের আদালতে উঠল যদাবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ। খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভার আগে ১৪৪ ধারা জারি করার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে রাজ্যকে বৃহস্পতিবার ভর্ৎসনা করে বিচারপতি জয় সেনগুপ্ত প্রসঙ্গ তোলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।

খেজুরিতে সভার অনুমতি না পেয়ে একটি মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, শুভেন্দুর সভার আগের দিনই খেজুরিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ১৪৪ ধারা জারি করেন কাঁথির মহকুমা শাসক। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই মামলা নিয়ে শুনানির সময় বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন জারি করা হল না ১৪৪ ধারা? বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যকে ভর্ৎসনা করে বলেন, ‘আপনাদের এত ইগো কিসের? অশান্তির কথাই যদি বলেন, তাহলে আপনারা যাদবপুরে ১৪৪ ধারা জারি করেছেন? এটা কি হচ্ছে? এইভাবে আটকানো যায় না।’ এর আগে বিচারপতি প্রশ্ন তোলেন, বিরোধী দলনেতার সভার আগেই কেন ১৪৪ ধারা জারি হল?  বিচারপতি বলেন ‘এমনটা হলে খারাপ উদাহরণ হবে।’

(Modi Jinping Meet: প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান করুন, জিনপিংকে বার্তা মোদীর, দ্রুত সমস্যা মেটাতে রাজি দুই নেতা )

( SpiceJet on financial health: ‘ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছি’, দিল্লি হাইকোর্টে উদ্বেগজনক তথ্য স্পাইসজেটের)

এদিকে পুলিশের উদ্দেশে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘এটা পুলিশ শাসিত রাজ্য নয়। এখানে জরুরি অবস্থাও জারি নেই। তাই যখন খুশি ১৪৪ ধারা জারি করা যায় না।’ উল্লেখ্য, আগামী ২৬ অগস্ট রয়েছে খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা। বিচারপতি শেষমেশ, রায় দিয়েছেন যে ২৬ অগস্ট খেজুরিতে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। খেজুরিতে ১৪৪ ধারা জারি করা নিয়ে কোর্ট বলছে, কোনও পূর্ব কারণ না দেখিয়ে এভাবে জারি করা যায় না ১৪৪ ধারা। আদালত বলছে, ১৪৪ ধারা জারির ক্ষেত্রে যে সমস্ত অবস্থার কথা বলা হয়েছে, তা এই ক্ষেত্রে মানা হয়নি।