Mizoram Rail Bridge Collapse Update: মিজোরামে রেলসেতু দুর্ঘটনায় শোকার্ত মোদী, মৃতদের পরিবারকে ১২ লাখ টাকা করে ক্ষতিপূরণ

আজ সকালে মিজোরামে একটি নির্মাণাধীন রেল সেতু ভেঙে পড়ে। দুর্ঘটনায় অন্তত পক্ষে ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্ঘটনায় মৃতদের অনেকেই আবার বাংলার মালদা জেলার বাসিন্দা। এই আবহে সোশ্যাল মিডিয়া পোস্টে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কংগ্রেসের তরফেও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এদিকে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। এদিকে মোটা অঙ্কের ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। 

এদিকে দুর্ঘটনা নিয়ে আজ প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘মিজোরামে সেতু দুর্ঘটনায় ব্যথিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনা করছি। উদ্ধার তৎপরতা চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’ এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘মিজোরামের দুর্ভাগ্যজনক ঘটনায় শোকাহত। এনডিআরএফ, রাজ্য প্রশাসন এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। কোনও শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে তার পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওা হবে। গুরুতর আহতদের জন্য ২ লাখ এবং ছোটখাটো আঘাতের জন্য শ্রমিকদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

দুর্ঘটনা প্রসঙ্গে মমতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ভেঙে পড়ে। সেই দুর্ঘটনা বেশ মর্মান্তিক। আমি শোকার্ত। এই দুর্ঘটনার জেরে আমাদের মালদা জেলার কয়েকজন সহ বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। উদ্ধারকাজ এবং সহায়তা অভিযানের জন্য আমার মুখ্য সচিবকে মিজোরাম প্রশাসনের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছি। মালদা জেলা প্রশাসনকে সমস্ত সম্ভাব্য সাহায্যের জন্য বলেছিল। শোকাহত পরিবারগুলির কাছে যাতে সাবায্য পৌঁছায়, তার জন্য বলা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনদের যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ক্ষতিপূরণ দেব। দুস্থদের প্রতি সংহতি, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। পরিস্থিতির ওপর আমার নজর আছে।’