চওড়া ফুটপাত, স্বচ্ছ লেক, নির্মল বাতাস, স্মার্ট সিটিতে সেরা ইন্দোর-সুরাটরা, বাংলা কোথায় গেল?

স্নেহিল সিনহা

ইন্ডিয়া স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড কনটেস্ট ২০২২( India Smart Cities Awards Contest( ISAC) 2022। সেখানে ইন্দোর ১২টা ক্যাটাগরিতে ৬টাতে জয় পেয়েছে। ন্যাশানাল স্মার্ট সিটি অ্যাওয়ার্ডও পেয়েছে এই শহর।

গোবর্ধন বায়ো সিএনজি প্ল্যান্টে একেবারে শীর্ষে রয়েছে এই শহর। শহর এলাকার পরিবেশকে পরিচ্ছন্ন রাখতেও একেবারে ওপরের দিকে রয়েছে ইন্দোর। সরস্বতী ও কাহন লাইফ লাইন প্রজেক্টের সফল রূপায়নেও এগিয়ে রয়েছে এই শহর। বৃষ্টির জলে চাষ আবাদ, ওয়াটার প্লাস, ওয়াটার সারপ্লাস প্রকল্পেও একেবারে ফাটাফাটি সাফল্য পেয়েছে এই শহর। হ্রদ, জলাধারের জলও এখানে অত্যন্ত উন্নত ধরনের। সেই সঙ্গেই আরও তিনটে প্রকল্পের ক্ষেত্রে যেমন নদী সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা, অর্থনৈতিক দিক থেকে ও কোভিডের সময় সার্বিকভাবে মোকাবিলার ক্ষেত্রেও রানার্স আপ হয়েছে এই শহর।

ইন্দোর আর সুরাট এই দুই শহর যৌথ ভাবে সবচেয়ে ভালো স্মার্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে।

ইন্দোর স্মার্ট সিটি চিফ এক্সিকিউটিভ অফিসার দিব্যাঙ্ক সিং জানিয়েছেন কীভাবে এটা সম্ভব হল? তিনি জানিয়েছেন, আমাদের যে প্রকল্পগুলি ছিল সেটার সফল রূপায়ণের উপর আমরা জোর দিয়েছি। আমাদের প্রকল্প রূপায়ণের পাশাপাশি গ্রিন বন্ড ইস্যু করেছি আমরা। আমাদের শয়ে শয়ে স্ট্রিট ফুডের ভেন্ডাররাও আমাদের প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন।

তবে শুধু ইন্দোর নয়, মধ্যপ্রদেশের একাধিক শহর এই স্মার্ট সিটির দিক থেকে এগিয়ে রয়েছে। তার মধ্য়ে সবার আগে রয়েছে ইন্দোর। এছাড়াও ভূপাল, জব্বলপুর, গোয়ালিয়র, সাগর সহ একাধিক শহর যথেষ্ট উন্নত। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তারপর তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান ও উত্তর প্রদেশ।

মধ্যপ্রদেশের আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং মিনিস্টার ভূপেন্দ্র সিংয়ের দাবি, রাজ্যের যে পুরসভাগুলি রয়েছে তারা দায়িত্ব নিয়ে কাজ করেছে। তাদের মধ্য়ে একটা দূরদর্শিতা রয়েছে।

চন্ডীগড় সর্বোত্তম কেন্দ্রশাসিত পুরষ্কার পেয়েছে। তাদের ই-গভর্নান্স প্রকল্পগুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা পরিচালিত করেছে। সিঙ্গল উইন্ডো সিস্টেমের মাধ্যমে তারা এটা করেছে।

পরিবেশগত দিক থেকে সবার সেরা কোয়েম্বাটোর। লেকের জলকে কাজে লাগিয়ে কীভাবে পুনরায় ব্যবহারযোগ্য করে দেখানো যায় সেটা তারা করে দেখিয়েছে। প্রাচীন চোল সাম্রাজ্যের সাতটি লেককে তারা বাঁচিয়ে তুলেছে। এমনকী লেকের পাশে যে ১০,০০০ মানুষ থাকতেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। নোংরা লেক আজ ঝকঝকে। স্মার্ট সিটির আওতায় সেখানে কাজ হয়েছে। তবে স্বাভাবিকভাবে এই সব শহরের পাশাপাশি বাংলার একাধিক শহরের হাল নিয়েও এবার প্রশ্ন উঠছে।