Bardhaman Station: ৬৪ কোটিতে বদলাবে বর্ধমান স্টেশন, অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া, চিনতে পারবেন না কদিন পরে, কত খরচ জানেন?

বাংলার অন্যতম ব্যস্ততম স্টেশন বর্ধমান স্টেশন। ইদানিং স্টেশনেj আধুনিকীকরণের ব্যবস্থা করা হয়েছে। চলন্ত সিঁড়িও করা হয়েছে। কিন্তু মাঝেমধ্যেই কাজ করে না সেই সিঁড়ি। তবে দূরপাল্লার বহু গাড়়ি দাঁড়ায় এই স্টেশনে। এবার অমৃত ভারত প্রকল্পে ভারতের বহু স্টেশনের ভোল বদলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে রেল। এবার বর্ধমান স্টেশনের আমূল পরিবর্তন হবে বলে খবর। আরও ঝা চকচকে হবে এই বর্ধমান রেল স্টেশন।

এবার জেনে নিন ঠিক কেমন হচ্ছে এই বর্ধমান স্টেশন?

তবে বিগতদিনে এই স্টেশনের সামনের অংশ ভেঙে পড়ে গিয়েছিল। তারপর তা দ্রুত মেরামতির ব্যবস্থা করা হয়। তবে এবার আরও আধুনিক হচ্ছে এই বর্ধমান স্টেশন।

রেলসূত্রে খবর, এই স্টেশনটির আধুনিকীকরণের জন্য সব মিলিয়ে খরচ হবে ৬৪.২ কোটি টাকা। সেই টাকায় একেবারে আধুনিক রূপে সাজিয়ে তোলা হবে এই স্টেশন। তবে বর্ধমানের ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে এই স্টেশনটি গড়ে তোলা হবে।

কী কী থাকছে এই স্টেশনে?

সূত্রের খবর, মূলত যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর নজর রাখা হবে। পাশাপাশি স্টেশনে মূল পরিকাঠামোটির বদল করা হবে। সেই ঘিঞ্জি ওয়েটিং রুম আর থাকবে না। একেবারে প্রশস্ত ওয়েটিং এরিয়া হবে। ভালো মানের লিফটের ব্যবস্থা থাকবে।

 

বর্ধমান স্টেশন অনেকটা এমন হতে পারে। সংগৃহীত ছবি 

স্টেশনের প্লাটফর্মগুলিকেও চওড়া করা হবে। বর্তমানে যে শৌচাগার রয়েছে সেগুলিকেও আরও আধুনিক করা হবে। এদিক-ওদিক হকারের দৌরাত্ম্য থাকবে না। একেবারে অত্যাধুনিক ফুড স্টল থাকবে। স্টেশনের সামনের দিকটাও উন্নত করা হবে। সেই সঙ্গেই প্রযুক্তির উপর নির্ভর করে স্টেশনের ট্রেন আসা যাওয়ার বিষয়টি যাতে আরও বিজ্ঞানসম্মত ও আধুনিক হয় তার ব্যবস্থা করা হবে। রেলের ওভারব্রিজগুলিও আরও আধুনিক ও সুন্দর করে গড়ে তোলা হবে।

তবে শুধু বর্ধমান স্টেশন নয়, বাংলার একাধিক স্টেশনকেই এই অমৃত ভারত প্রকল্পে আধুনিক স্টেশন গড়ে তোলা হবে। ফুট ওভার ব্রিজগুলি আজকের মতো নড়বড়ে হবে না। সবেতেই থাকবে আধুনিকতার ছাপ। বিকল্প সৌরশক্তির উপর জোর দেওয়া হবে। সেকারণে সোলার প্যানেল বসানো হবে।