Cristiano Ronaldo Score Three As Al Nassr Gets First Win In Saudi Pro League

রিয়াদ: দিন কয়েক আগেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা পাকা করেছে আল নাসর। সেই ম্যাচের পর আল ফাতের বিরুদ্ধে মাঠে নেমে দুরন্ত জয় পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo)। নিজের কেরিয়ারের ৬৩তম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ মহাতারকা। জোড়া গোল করলেন সাদিও মানেও (Sadio Mane)। ৫-০ গোলে আল ফাতেকে হারাল আল নাসর (Al Nassr)।

রোনাল্ডোর হ্যাটট্রিক

নতুন মরশুমের শুরুটা আল নাসর একেবারেই ভালভাবে করতে পারেনি। সৌদি প্রো লিগের (Saudi Pro League) প্রথম দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছিল রোনাল্ডোদের। তারপরে একটি বড় জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রয়োজনীয় ছিল। ঠিক সেটাই করে দেখালেন রোনাল্ডোরা। দলকে একেবারে সামনে থেকে নেতৃত্বও দিলেন ‘সিআর৭’। ম্যাচের ২৭ মিনিটে রোনাল্ডোর অ্যাসিস্ট থেকে গোল করেন সাদিও মানে। সেনেগালের তারকা ফরোয়ার্ডকে অ্যাসিস্ট দেওয়ার পর রোনাল্ডো নিজেই ৩৮তম মিনিটে গোল করেন। 

 

 

পুরো ম্যাচেই আল নাসর বল দখলে এগিয়ে ছিল অনেকটাই। তাই আরও গোল আসাটা শুধু সময়ের অপেক্ষা ছিল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। ৮১ মিনিটে মানে আল নাসরকে ৪-০ এগিয়ে দেন। ম্যাচ শেষ হওয়ার আগে রোনাল্ডো আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ম্যাচের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আসে রোনাল্ডোর তৃতীয় তথা আল নাসরের পঞ্চম গোলটি। এই জয়ের সুবাদে এক ধাক্কায় লিগ তালিকায় ১০ নম্বরে উঠে এল আল নাসর। এরপর আল শাবাবের সঙ্গে নিজেদের পরের ম্যাচে খেলতে নামবে আল নাসর। 

ভারতে নেমার

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সুবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার, রবার্তো ফির্মিনোরা ভারতে খেলতে আসবেন, এমন সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনাই সত্যিই হল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘ডি’-তে নেমারের নতুন ক্লাব আল হিলাল ও ভারতের মুম্বই সিটি এফসি উভয়েই রয়েছে। সেই সূত্রেই আসন্ন মরশুমে ভারতে খেলতে আসবেন ব্রাজিলিয়ান মহাতারকা নেমার।

গত সপ্তাহেই প্যারিস সঁ জরমেঁর থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে বিরাট অঙ্কের চুক্তিতে দুই বছরের জন্য সই করেছেন নেমার। তাঁর হালকা চোট থাকায় গত সপ্তাহে তিনি দলের হয়ে মাঠে নামতে পারেননি। তবে নতুন ক্লাবের খেলোয়াড় হিসাবে তাঁকে ওইদিনই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে আনা হয়। গতকাল থেকেই নতুন ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন নেমার। এবার তাঁকে সেই ক্লাবের হয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে আসতে হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাতিল তিলক, বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়