Durand Cup 2023: Mumbai City Vs Mohun Bagan Face Each Other For The Fourth Quarter Final At Yuvabharati Krirangan On Sunday 27th August

কলকাতা: গোকুলাম কেরল এফসি-কে হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal)। তার ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষা মোহনবাগানের (Mohun Bagan)। সেই যুবভারতী স্টেডিয়ামেই।

রবিবার ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। মুম্বই বধের লক্ষ্যে নামার আগে বাগান শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে দিমিত্রি পেত্রাতসের অনুশীলনে নেমে পড়া। চোখের সংক্রমণ সারিয়ে জোরকদমে প্রস্তুতি সেরেছেন পেত্রাতস।

আগের ম্যাচে স্পেনের ডিফেন্ডার হেক্টর ইউস্তে ভরসা জুগিয়েছেন সবুজ-মেরুন রক্ষণকে। গোল পেয়েছেন আক্রমণভাগের দুই স্তম্ভ জেসন কামিংস ও সাদিকু। বাগান কোচ ফেরান্দোও আত্মবিশ্বাসী। তবে সতর্কও। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য দল তৈরি করেছে মুম্বই সিটি। আমরা এএফসি কাপের জন্য। দুই দলের কাছেই এই ম্যাচটি ভাল প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। ওদের দুই উইং বেশ কার্যকরী। বিপিন, ছাংতে, মেহতাব, আকাশদের মতো ভারতীয় ফুটবলারের পাশাপাশি বিদেশি ফুটবলার স্টুয়ার্টও বেশ ভাল। আমরাও পরপর দুটি ম্যাচ খেলে কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত। হাড্ডাহাড্ডি লড়াই হবে। জেতার জন্য যা করার করব। তবে মুম্বই প্রায় দশ দিন বিশ্রাম পেয়ে নামছে, আমরা তিন দিন পেয়েছি।’

ডুরান্ড খেললেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ ফেরান্দোর চোখ এএফসি কাপে। তিনি বলেছেন, ‘এএফসি কাপে ভাল ফল করতে হবে। সে কারণে ডুরান্ডে চোট-আঘাত বাঁচিয়ে খেলা প্রয়োজন। প্রাক মরশুম প্রক্রিয়া চলছে। অনেক নতুন ফুটবলার। বোঝাপড়ায় খানিকটা সময় লাগবে। তবে আগের দুটি ম্যাচে আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছি। এখনও কিছু জায়গায় উন্নতির দরকার আছে।’

সবুজ-মেরুন শিবিরের অধিনায়ক শুভাশিস বসু বলেছেন, ‘প্রতিপক্ষ হিসাবে মুম্বই বেশ শক্তিশালী। তবে আমরাও তৈরি। ওদের যেমন জাতীয় দলে খেলা একাধিক ফুটবলার রয়েছে, আমাদেরও তাই। দু’দলের বিদেশিরাও যথেষ্ট শক্তিশালী। অনেকদিন মুম্বইকে হারাইনি আমরা। এবার অধিনায়ক হিসাবে চাইব চাকাটা অন্যদিকে ঘুরুক। আমাদের শেষ দুই ম্যাচে ছ গোল করেছি। এবং তাও বিদেশি দলের বিরুদ্ধে। তবে দুই ম্যাচেই গোল হজম করতে হয়েছে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য থাকবে গোল হজম না করে মাঠ ছাড়া। আমরা নতুন ফর্মেশনে খেলছি। মানিয়ে নিতে একটু সময় লাগবে।’

আরও পড়ুন: চোট আর করোনার ধাক্কায় নাজেহাল গতবারের চ্যাম্পিয়নরা, এশিয়া কাপের আগেই উদ্বেগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial