ED কে ভয় দেখাতে অভিযোগ করেছে ভাইপো, ব্যুমেরাং হবে: শুভেন্দু

ইডিকে চাপে রাখার জন্য তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করিয়েছে ভাইপো। এটা বুমেরাং হবে। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে বিস্ফোরক দাবি করে এমনই পূর্বাভাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দলীয় সভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

এদিন শুভেন্দুবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘ইডিকে চাপে রাখতে ভাইপো এসব করছে। ইডি আসল জায়গায় ঘা দিয়ে দিয়েছে। নিউ টাউনের বৈদিক ভিলেজ থেকে দেড় কোটি টাকা চাঁদা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে। সুভাষ আগরওয়াল অ্যান্ড কোম্পানির মাধ্যমে কয়লা পাচারের চার কোটি টাকা ঢুকেছে ওদের অ্যাকাউন্টে। এই কোম্পানিটাকে সামনে রেখে ভাইপো কোটি কোটি টাকা মাল কামিয়েছে। এটা ইডিকে চাপে রাখার জন্য করেছে। এটা বুমেরাং হবে।’

লিপস অ্যান্ড বাউন্ডসের দফতর থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট উদ্ধারের ঘটনায় তিনি বলেন, ‘খুব ভালো। মানুষ তদন্তে অগ্রগতি চাইছে।’ এর পর ‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তোলেন শুভেন্দুবাবু। বলেন, ‘জনগণ চাইছে এই চোর পরিবার কেষ্টর সঙ্গে জেলে থাকুক।’

বলে রাখি, সোমবার লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের দফতরে গত সোমবার তল্লাশি চালায় ইডি। ১৮ ঘণ্টার তল্লাশির পর মঙ্গলবার সকালে সেখান থেকে বিপুল নথি ও ১টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা। এর পর মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তল্লাশির নামে ওরা বিস্ফোরক বা বন্দুক রেখে যাবে না তার নিশ্চয়তা কী?’ এর পর শুক্রবার লিপস অ্যান্ড বাউন্ডসের হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তল্লাশির সময় লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬টি অজানা ফাইল ডাউনলোড করেছেন ইডির আধিকারিকরা। অভিযোগ পাওয়ার পর শনিবার সংস্থার ২টি কম্পিউটার বাজেয়াপ্ত করে পুলিশ।