World Cup Silver Medallist GM Rameshbabu Praggnanandhaa Coming To Kolkata For Asian Games Preparation

কলকাতা : দাবা বিশ্বকাপের (Chess World Cup) মঞ্চে তাঁর দাপট দেখে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে দেশের সমস্ত ক্রীড়াবিদ, সকলেই মজেছেন ভারতের নতুন বিস্ময় প্রতিভা আর প্রজ্ঞাননন্দে (R Praggnanandhaa)। বিশ্বকাপের ফাইনালের মঞ্চে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হারলেও ভারতের ১৮ বছরের তরুণ তুর্কির শান্ত-স্থিতধী মেজাজ ও ক্ষুরধার মেধার চর্চা জারি বিশ্বজুড়ে। আর বিশ্বকাপ ফাইনাল খেলে দেশে ফেরার পরই এবার পশ্চিমবঙ্গে আসছেন আর প্রজ্ঞাননন্দ। কলকাতায় এশিয়ান গেমসের প্রস্তুতি থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ, সপ্তাহখানেক শহরে থাকবেন তিনি।

এশিয়ান গেমসের (Asian Games) জন্য ভারতীয় দাবা দলের চারদিনের ‘ট্যাকটিকাল শিবির’ আয়োজিত হতে চলেছে কলকাতায়। যা শুরু হতে চলেছে ৩০ অগাস্ট থেকে। বিশ্বকাপের ফাইনালিস্ট প্রজ্ঞানানন্দ ছাড়াও বিদিত গুজরাতি, অর্জুন এরিগিয়াসি ও আর গুকেশ, প্রতিযোগিতার তিন কোয়ার্টার ফাইনালিস্টও থাকবেন শিবিরে। পাশাপাশি হানঝাইগামী ভারতীয় দলের অপর সদস্য তথা অভিজ্ঞ পেন্টালা হরিকৃষ্ণও আসছেন কলকাতায়। ভারতীয় দাবা দলের চিফ কোচ গ্র্যান্ডমাস্টার বরিস গেলফ্যান্ডের নেতৃত্বে হবে যে শিবির। পাশাপাশি শুধু এশিয়ান গেমসের প্রস্তুতিই নয়, কলকাতায় একটি প্রতিযোগিতাতেও অংশ নেবেন প্রজ্ঞাননন্দ সহ ভারতের সেরা দাবাড়ুরা। প্রসঙ্গত, বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর সুবাদে আগামী বছরে দাবা বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে চ্যালেঞ্জ জানানোর প্রতিযোগিতা ক্যান্ডিডেটসে খেলার ছাড়পত্র জোগাড় করে নিয়েছেন প্রজ্ঞাননন্দ।

আগামী ৩১ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার জাতীয় গ্রন্থাগারে (National Library) আয়োজিত হতে চলেছে দাবার এক প্রতিযোগিতা। যেখানে প্রজ্ঞানন্দের খেলা চাক্ষুষ করারও সুযোগ থাকবে দাবাপ্রেমীদের কাছে। এশিয়ান গেমসের প্রস্তুতির পাশাপাশি ভারতীয় দাবা দলের সব সদস্যই অংশ নিতে চলেছেন যে প্রতিযোগিতায়।

এদিকে, এদিনই সোশাল মিডিয়ায় সমস্ত শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মায়ের গলায় বিশ্বকাপে জেতা রুপোর পদক তুলে দেওয়া ছবি পোস্ট করেছেন আর প্রজ্ঞানন্দ। যেখানে তিনি লেছেন, ২০২৩ দাবা বিশ্বকাপে রুপোর পদক জেতা ও ২০২৪ সালের ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়ে অন্তত আনন্দিত। যে ভালবাসা, সমর্থন ও প্রার্থনার সুফল পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর সবসময়ের শক্তি, সমর্থন ও খুশি আম্মার জন্য এই মুহূর্ত।

আরও পড়ুন- মোবাইল-ইন্টারনেট আসক্তি ? চিকিৎসায় নতুন ক্লিনিক ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

https://t.me/abpanandaofficial