MS Dhoni’s Video Of Cutting Cake Alongside Gym Companions Goes Viral

নয়াদিল্লি: বয়স ৪০ পার করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন আগেই অবসরও নিয়েছেন তিনি। তবে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ফিটনেসপ্রীতিতে এতটুকুও ভাটা পড়েনি। তিনি এখনও নিয়মিতভাবে জিম করে নিজেকে ফিট রাখেন। সেই জিমসতীর্থদের সঙ্গেই ধোনির সম্প্রতি এক ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে।

ফের ভাইরাল ধোনির ভিডিও

ভাইরাল ভিডিওতে ধোনিকে তাঁর জিমের বন্ধুদের সঙ্গে কেক কাটতে দেখা কাটতে দেখা যায়। ধোনি নিজেই উদ্যোগ নিয়ে কেক হাতে তুলে নিয়ে সেই বন্ধুকে খাইয়ে দেন এবং নিজের মুখেও খানিকটা কেক পুড়ে নেন। খোশমেজাজে ধোনিকে কেক কেটে আনন্দে মাততে দেখা যায়। তাঁকে উক্ত ভিডিওতে মজা করে বলতে শোনা যায়, ‘আমি তো (কেক) খাওয়াব। কে কে খাবে, আর কে কে ডায়েটিং করছো সেটা বল আগে।’ 

 


 

ভিডিওর ক্যাপশন অনুযায়ী এই কেকে কাটার মাধ্যমে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের পঞ্চম আইপিএল ট্রফি জয়ই উদযাপন করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে, যা ধোনিকে ঘিরে উন্মাদনায় যে এতটুকুও ভাটা পড়েনি, তারই প্রমাণ দেয়। এ বারের আইপিএলে ধোনিকে ঘিরে কিন্তু সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কলকাতা থেকে মুম্বই, ‘ক্যাপ্টেন কুল’র নেতৃত্বাধীন সিএসকে যেখানেই খেলতে গিয়েছে সেখানেই ধোনির সমর্থনে গলা ফাটিয়েছেন অনুরাগীরা। দেখা গিয়েছে হলুদ ঝড়।

এবার সমর্থকদের মনে প্রশ্ন একটাই, পরের মরশুমেও ধোনিকে খেলোয়াড় হিসাবে আইপিএলের মঞ্চ মাতাতে দেখা যাবে তো? প্রাক্তন ভারতী অধিনায়ক নিজের শরীর স্বাস্থ্যের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। সেই সিদ্ধান্ত জানাতে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মাহি-ভক্তদের।  

যুবরাজের ঘরে নতুন অতিথি

যুবরাজ সিংহ (Yuvraj Singh) ও হ্যাজল কিচের ঘর আলো করে এল কন্যাসন্তান। শুক্রবার সুখবর দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। যুবরাজ সিংহগ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শুক্রবার। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সদ্যোজাতকে কোলে নিয়ে দুধ খাওয়াতে। পাশে বসে রয়েছেন স্ত্রী হ্যাজল কিচ। তাঁর কোলে প্রথম সন্তান। যুবরাজের হাতে ফিডিং বোতল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঘুমহীন রাত এখন আরও আনন্দের হয়েছে। আমরা আমাদের ছোট্ট রাজকুমারীকে স্বাগত জানাচ্ছি। আমাদের পরিবার সম্পূর্ণ হল’।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে এশিয়া কাপের ম্যাচ দেখতে পাকিস্তানে যাবেন বিসিসিআই-প্রধান বিনি?