Bangla Jokes Collection: রোববার ছুটির দিন সকালে কী করছেন? পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর সকালটা হোক উজ্জ্বল

১। প্রথম বন্ধু: জানিস, ম্যানেজার সাহেব আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।

দ্বিতীয় বন্ধু: কেন?

প্রথম বন্ধু: তিন দিন অফিসে যাইনি তাই।

দ্বিতীয় বন্ধু: ম্যানেজার সাহেবকে বলে দিলেই পারতি যে তোর দাদু মারা গিয়েছেন।

প্রথম বন্ধু: এ কথা উনি বিশ্বাস করতেন না।

দ্বিতীয় বন্ধু: কেন, কারও কি দাদু মারা যায় না?

প্রথম বন্ধু: মারা তো অবশ্যই যায়, কিন্তু ম্যানেজার সাহেবই যে আমার দাদু।

(আরও পড়ুন: হাসির দেবতা আপনার মঙ্গল করুন! সকালেই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। চিকিৎসক-রোগীর মধ্যে কথা হচ্ছে।

রোগী: ডাক্তারবাবু, আমার কানের মধ্যে একটি টিকটিকি ঢুকে গিয়েছে।

চিকিৎসক: কখন?

রোগী: সকাল আটটার দিকে।

চিকিৎসক: আরে, এখন দুপুর ১২টা বাজে! আপনি আগে আসেননি কেন?

রোগী: আমি ভেবেছিলাম, সকাল ছ’টার দিকে আমার কানে যে পোকাটা ঢুকেছিল, টিকটিকি ওটাকে খেয়েই বার হবে। কিন্তু এখন দেখছি টিকটিকি-মাছি কোনওটাই বেরোচ্ছে না।

(আরও পড়ুন: হাসতে হাসতে ভুলে যান সব চাপ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। হাবলু অফিস থেকে বাড়ি ফিরে টেলিভিশনটা চালিয়ে দিয়ে স্ত্রীকে বলল, ‘কিছু শুরু হওয়ার আগে আমাকে এক গ্লাস জল দাও তো?’

হাবলুর স্ত্রী জল এনে দিল। ঠিক ১৫ মিনিট পর হাবলু আবারও তার স্ত্রীকে বলল, ‘কিছু শুরু হওয়ার আগে আমাকে গরম গরম এক কাপ চা দাও তো?’

হাবলুর স্ত্রী একটু রেগে গিয়ে রান্নাঘর থেকে এক কাপ চা এনে দিল। চা শেষ করার কিছুক্ষণ পরেই হাবলু আবার তার স্ত্রীকে বলল, ‘শুরু হওয়ার আগে তুমি তাড়াতাড়ি আমার জন্য এক বালতি গরম জল এনে দাও তো। কারণ, যে কোনও মুহূর্তে সেটা শুরু হয়ে যেতে পারে।’

এবারে হাবলুর স্ত্রী রেগে আগুন হয়ে চিৎকার করে বলল, ‘হচ্ছেটা কী শুনি? তুমি এমন করছো কেন আমার সঙ্গে? আজই আমি বাবার বাড়ি চলে যাবো। থাকো তুমি একা।’

‘বলছিলাম না যে কোনও মুহূর্তে শুরু হয়ে যাবে। এই বার সেটা শুরু হয়ে গেল। যাক বাবা, কাজগুলো আগেই সেরে ফেলেছিলাম।’—হাবলুর জবাব।

(আরও পড়ুন: আজ দুপুরে হোক হাসির বন্যা! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। ছক্কু খুব বোকা ডাকাত। কিন্তু তার উকিল খুব ঝানু। 

উকিল: মাননীয় বিচারক, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেল জনাব ছক্কু সম্পূর্ণ নির্দোষ। ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন। অতএব, তাঁকে বেকসুর খালাস দেওয়া হোক।

বিচারক: ছক্কু, আপনার কিছু বলার আছে?

ছক্কু: বেকসুর খালাস পেলে কি আমাকে ব্যাঙ্কের টাকাগুলোও ফেরত দিতে হবে?

(আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন! আজ তো মন ভালো রাখতেই হবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। —কোন জিনিস কাটলে বড় হয় ?

—পুকুর।