Mamata on Duttapukur Blast: এগরায় ক্ষমা চেয়েছিলেন, দত্তপুকুর বিস্ফোরণে ‘ক্ষুব্ধ’ মমতা, বাড়িতেই ডাকলেন ডিজিকে

২৭ মে ২০২৩। এগরা বিস্ফোরণের পরে এলাকায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জনবহুল জায়গায় যাতে বাজি কারখানা না হয় সেটা দেখা হবে বলেও জানিয়েছিলেন তিনি। এমনকী এগরা চোখ খুলে দিয়েছে বলেও মন্তব্য করেছিলেন মমতা। কিন্তু এরপর মাত্র আড়াই মাসের ব্যবধান। ফের বিস্ফোরণ। এবার দত্তপুকুর। বিস্ফোরণের অভিঘাত এতটাই যে একাধিক বাড়ির ছাদ উড়ে গিয়েছে।

এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে তবে কি এগরা বিস্ফোরণের পরে মমতা যা বলেছিলেন পুরোটাই কথার কথা! তবে সূত্রের খবর, রবিবার সন্ধ্যাতেই রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠান। নিজের বাড়িতেই তিনি ডেকে পাঠান তাঁদের। তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে তা নিয়ে তাঁরা কিছু জানাননি। দলের তরফেও এনিয়ে কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে দত্তপুকুরের ঘটনা নিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হয়েছে। তবে প্রাথমিকভাবে কী হয়েছে তা নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। তবে দত্তপুকুরের ঘটনায় কার্যত ক্ষুব্ধ মমতা। সূত্রের খবর এমনটাই। দ্রুত এনিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন।

তবে প্রশ্ন উঠছে এগরার পরেও মুখ্য়মন্ত্রী নানা কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এরপর কয়েকদিন কিছু ধরপাকড় হয়েছিল। বেআইনী বাজির বিরুদ্ধে একের পর এক অভিযান হয়েছিল বাংলায়। কিন্তু তারপরেও পরিস্থিতির কি বদল হয়েছে? পরিস্থিতির বদল হলে কি এত বড় ঘটনা ঘটতে পারে?

খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন দুর্ঘটনাস্থলে গিয়ে জানিয়ে দিয়েছেন, শুধু দুর্ঘটনা এটা নয়। অ্য়াক্সিডেন্ট আর নট অ্যাক্সিডেন্টাল। এটা বড় ঘটনা। জানিয়েছেন রাজ্যপাল। সেই সঙ্গেই তিনি বলেন, পুলিশ ব্যবস্থা নেবে। তারা সত্য খুঁজে বের করবে। পুলিশ পদক্ষেপ নিচ্ছে।

এবার জেনে নিন এগরা বিস্ফোরণের পরে ঠিক কী বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

মমতা বলেছিলেন, ‘(এগরার) ঘটনায় আমাদের চোখ খুলে গিয়েছে। আমরা ঠিক করেছি যে আগামী দু’মাসের মধ্যে আমার কাছে একটি রিপোর্ট আসবে। মুখ্যসচিবের নেতৃত্বে আমরা একটি কমিটি তৈরি করেছি, (সেই কমিটি রিপোর্ট। বেআইনি বাজি কারখানায় চাকরি করেন অনেক গরিব মানুষ। তাঁদের যাতে চাকরি নষ্ট না হয়, তাঁদের যাতে জীবন নষ্ট না হয়, সেজন্য একটি পরিকল্পনা করছি।’ সেইসঙ্গে মমতা দাবি করেছিলেন, জনবহুল এলাকা থেকে কিছুটা দূরে বাজি তৈরির কারখানার ক্লাস্টার তৈরি করবে রাজ্য সরকার। আমি মাথা নত করে ক্ষমা চাইছি। এগরা বিস্ফোরণের পরে বলেছিলেন মমতা। তবে তার ঠিক সাড়ে তিন মাস বাদেই বিস্ফোরণ দত্তপুকুরে।