World Athletics Championships: Neeraj Chopra Aims To Create History By Winning Gold, When And Where To Watch It Live, Know

বুদাপেস্ট: নীরজ চোপড়া (Neeraj Chopra) মানেই সাফল্য, ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন, ইতিহাস গড়ার কারিগর। সেই নীরজের সামনে ফের একবার ইতিহাস গড়ার হাতছানি। আজ ইতিহাস গড়ার লক্ষ্যেই হাঙ্গেরির বুদাপেস্টে ট্র্যাকে নামবেন নীরজ। লক্ষ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) সোনা জয়।

গত বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ। অধরা থেকে গিয়েছিল সেরার শিরোপা। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জয়ের হাতছানি অলিম্পিক্স চ্যাম্পিয়নের সামনে। এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু ভারত পাকিস্তানের দ্বৈরথ দেখার সম্ভাবনা প্রবল। নীরজ বিশ্ব চ্যাম্পয়িনশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার থ্রো করে ফাইনালের যোগ্যতাঅর্জন করে নিয়েছিলেন। এই থ্রোয়ই তাঁকে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্রও এনে দিয়েছে। আসন্ন অলিম্পিক্সে কোয়ালিফাই করার জন্য ন্যূনতম ৮৫.৫ মিটার থ্রো করার প্রয়োজন ছিল। নীরজ সহজেই সেই মাত্রা পার করে ফেলেন।

যোগ্যতাঅর্জন পর্বে পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নদীমই (Arshad Nadeem) নীরজের সবথেকে কাছাকাছি শেষ করেছিলেন। তিনি ৮৬.৭৯ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তাঁকে সোনা জয়ের ক্ষেত্রে নীরজের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করা হচ্ছে। তবে ফাইনালের আগে কিন্তু লড়াই নয়, আর্শাদের মুখে প্রীতির বার্তাই পাওয়া গেল। তিনি নীরজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নীরজ ভাই। আপনিও ভাল পারফর্ম করুন, আশা করছি আমিও ভাল পারফর্ম করব। গোটা বিশ্ব আপনাকে চেনে, আশা করি আমাকেও সকলে চিনবে।’

নীরজ সাধারণত প্রতিযোগিতার শুরুতেই বড় থ্রো করে প্রতিপক্ষদের চাপে ফেলার চেষ্টা করেন। ঠিক যেমনটা অলিম্পিক্সের সময় হয়েছিল। নিজের দ্বিতীয় থ্রোয়েই ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছিলেন। তাঁর পরিকল্পনাই যে শুরুতে বড় থ্রো করে প্রতিপক্ষদের চাপে ফেলা, সেটাই অকপটে জানিয়েওছিলেন নীরজ। এই প্রতিযোগিতার ফাইনালেও নিশ্চয়ই এক পরিকল্পনা নিয়েই ট্র্যাকে নামবেন তিনি। ফের একবার নীরজ ইতিহাস গড়তে সক্ষম হন, কি না, সেটাই দেখার বিষয়।

কবে ফাইনাল

আজ রবিবার (২৭ অগাস্ট) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

কোথায় হবে চ্যাম্পিয়নশিপ

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটি হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত হচ্ছে।

কখন খেলা

ভারতীয় সময় অনুযায়ী রাত ১১.৪৫-এ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে।

কোথায় দেখবেন

এই চ্যাম্পিয়নশিপের ফাইনালটি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখাবে

অনলাইন স্ট্রিমিং

স্মার্টফোনে জিও সিনেমা সরাসরি স্ট্রিমিং দেখা যাবে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সেমিফাইনালে স্বপ্নভঙ্গ প্রণয়ের, পরাজিত হয়ে জিতলেন ব্রোঞ্জ