বন্দে ভারতে যাত্রীদের পরিষেবার জন্য উপরি দিতে হচ্ছে, রেলমন্ত্রীকে নালিশ সুকান্তর

বন্দে ভারত এক্সপ্রেস গতি এবং পরিষেবায় দেশের সেরা তকমা পেলেও রাজ্যে এই এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই অভিযোগ উঠে আসছে। এবার বন্দে ভারত নিয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে অভিযোগ জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বন্দে ভারতে সাফাই পরিষেবা দেওয়ার পর টিপস চাওয়ার অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। বহু যাত্রীদের কাছে কর্মীরা টিপস চেয়ে থাকেন বলে অভিযোগ। তা নিয়ে রেলমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার। এছাড়াও, বিভিন্ন বিষয় নিয়ে তিনি রেলমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন। রেলমন্ত্রী বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন:দক্ষিণ দিনাজপুরে রেলের প্রকল্প বাস্তবায়নের দাবিতে রেলমন্ত্রীর দরবারে সুকান্ত

শুক্রবার সন্ধ্যায় আলিপুরে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, ওই বৈঠকের দিনে রাজ্যপাল উত্তর দিনাজপুরে সফর করেছিলেন। কিন্তু, বন্দে ভারতে ত্রুটি থাকার কারণে অন্য ট্রেনে যেতে হয় রাজ্যপালকে। সুকান্ত মজুমদার বিভিন্ন প্রকল্পের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করলেন। সুকান্ত জানান, রেলে যাত্রা করার সময় বিভিন্ন যাত্রী রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, বন্দে ভারতে খাবার পরিবেশন এবং সাফাইয়ের জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রেল। কিন্তু বেসরকারি সংস্থার কর্মীরা যাত্রীদের কাছ থেকে বাড়তি টিপস চাইছেন বলে অভিযোগ। সুকান্তর জানান, ‘বহু যাত্রীর কাছ থেকে বন্দে ভারত থেকে টাকা তোলার অভিযোগ পেয়েছি। রেলমন্ত্রীকে তা জানিয়েছি। আশা করি উনি ব্যবস্থা নেবেন।’

যাত্রীদের অভিযোগ, কারও কাছ থেকে ১০০ টাকা আবার কারও কাছ থেকে তারও বেশি টাকা নেওয়া হচ্ছে। এভাবে যাত্রীদের কাছ থেকে কয়েক হাজার টাকা তুলে নিচ্ছে বেসরকারি সংস্থার কর্মীরা। হাওড়া–নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারতে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যাত্রীদের অভিযোগ, পরিষেবার জন্যই বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে। তারপরেও কেন এভাবে টাকা তোলা হচ্ছে? যাত্রীদের কাছ থেকে অভিযোগ অভিযোগ পাওয়ার পরেই বিজেপির রাজ্য সভাপতি রেল মন্ত্রীর কাছে অভিযোগ জানালেন। 

অন্যদিকে,বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বনগাঁ থেকে দিঘা পর্যন্ত বন্দে ভারত চালুর দাবি জানিয়েছেন। এই দাবিতে তিনি রেল মন্ত্রীকে চিঠি দেন।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, রেলে আগুন লাগছে,  বেলাইন হচ্ছে, খবর নিম্নমানের। আসলে ওরা শুধু রাজনীতি করতে ব্যস্ত।