World Athletics Championships: Parul Chaudhary Breaks National Record, Qualifies For Paris Olympics

বুদাপেস্ট: হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) সোনা জিতে ফের একবার ভারতের মুখ উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া। নীরজ জ্যাভলিনে ভারতকে সোনা এনে দিয়েছিলেন। সিপলচেজ়ে সেই সাফল্য না পেলেও, সোমবার (২৮ অগাস্ট) জাতীয় রেকর্ড গড়ে ফেললেন পারুল চৌধুরি (Parul Chaudhary)। যোগ্যতা অর্জন করলেন প্য়ারিস অলিম্পিক্সে (Paris Olympics) নামারও।

পারুল নিজের ইভেন্ট শেষ করতে ৯:১৫.৩১ সেকেন্ড সময় নেন। তিনি ইভেন্টে ১১ নম্বরে হলেও, প্যারিসের যোগ্যতা অর্জন করার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই তা হওয়ায় অলিম্পিক্সের ছাড়পত্র পেয়ে গেলেন। এই ইভেন্টে ব্রুনেইয়ের উইনফ্রেড মুটাইল ইয়াভি ৮:৫৪.২৯ সেকেন্ডে ইভেন্ট শেষ করে সোনা জেতেন। কেনিয়ার বিট্রাইস ও ফেইথ দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেন। তাঁদের সময় ছিল যথাক্রমে ৮:৫৮.৯৮ সেকেন্ড ও  ৯:০০.৬৯ সেকেন্ড। 

 

 

স্টিপলচেজ়ে ২০০ মিটার পর্যন্ত ভারতীয় অ্যাথলিট পারুলই লিডে ছিলেন। তবে তিনি নিজের শীর্ষ স্থান ধরে রাখতে পারেননি। ২৯০০ মিটারে পৌঁছতে পৌঁছতে পারুল ১৩ নম্বরে পিছিয়ে পড়েন। তবে শেষ ১০০ মিটারের স্প্লিটে তিনি গতি বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে শেষ করেন। অপরদিকে, ভারতের ৪x৪০০ মিটার রিলে দলও সাফল্য এনে দিতে পারেননি। আশা জাগিয়েও পদক জিততে ব্যর্থ হন তাঁরা। শেষমেশ পঞ্চম স্থানেই নিজেদের দৌড় শেষ করেন ভারতীয় পুরুষ স্প্রিন্টাররা। 

মহম্মদ আনাস, আমোজ জেকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশের পুরুষ দল ২: ৫৯.৯২ সেকেন্ডে নিজেদের দৌড় শেষ করেন। যোগ্যতাঅর্জনপর্বে সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন আমোজরা। গড়েছিলেন এশিয়ান রেকর্ডও। তাই তাঁদের থেকে প্রত্যাশা অনেকটাই বেশি ছিল। কিন্তু শেষমেশ সে গুড়ে বালি। মার্কিন যুক্তরাষ্ট্র ২:৫৭.৩২ সেকেন্ডে নিজেদের দৌড় শেষ করে সোনা জেতে। ফ্রান্স দ্বিতীয় ও ব্রিটেন তৃতীয় স্থানে শেষ করে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে সোনা নীরজ চোপড়ার